কবিতা - চন্ডাল - ডা: শুভায়ু দে

 চন্ডাল 

 ডা:শুভায়ু দে





আমাদের কোনো শাখা নেই।
শাঁখা থাক বা না থাক,বিবাহিত বা অবিবাহিত
ব্রাহ্মণ,শুদ্র,মুচি,মেথর বা আমাদের মতোই চন্ডাল—
এখানে যত্ন সহকারে পোড়ানোর সুব্যবস্থা আছে।

বিয়ে হয়নি বলে সুইসাইড করেছেন,অথবা লোনের চাপ
কিংবা প্রেমিক বা প্রেমিকার বিরহে এ্যাসিডকন্ঠী হয়েছেন?
বিশ্বাস করুন,ব্যাস একটা ধাক্কা।
সুরুৎ করে চলে যাবেন অগ্নিগৃহে।
ইহকাল আর পরকালের বিভাজিকায় দাঁড়ানো দরজাকবাট
চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে।

ওপারের খোঁজ আমার কাছে নেই।
এপারের বিভেদের সলিউউশান নেই।
তবে চিরাচরিত ইলিউশানে ভোগা মানুষদের শেষকৃত্য করি আমি।

আমি চন্ডাল।
উঁচুজাতের সাথে এত দীর্ঘক্ষণ বার্তালাপ করার অধিকার নেই।
ফোন নম্বর লাগলে ইনবক্স করতে পারেন। 

.....................

 Suvayu Dey

 


 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
আগমনী 's avatar

আগমনী · 219 weeks ago

সমাজের নির্লজ্জ কঙ্কাল দেখায়, এই কবিতা। 👌👌

Post a new comment

Comments by