আরো গভীরে যাও
অভিজিৎ দাশগুপ্ত
ওই যে বললাম,
ভালোবাসা এক অতি দুরূহ অনুভূতি।
আমরা তার বলয়ের ধারে কাছে পৌঁছাতেই
পারি না,
শুধু মুখে ভালোবাসি বললেই
ভালোবাসার প্রজাপতিকে ছোঁয়া যায় না।
তপস্যা নদীতে কয়েক ডুব দিতে জানতে হয়,
তবে ভালোবাসার স্বর্গ তোমার;
সেই নদী খুঁজতে সারা জীবন কেটে যায়
কিন্তু নদী সেই অধরাই রয়ে যায়,
কারণ গভীরে গিয়ে গভীরতা মাপার ধৈর্য
সময়ের কাছ আমরা শিখে নিতে শিখি নি।
তাই সহজলভ্য প্রেমকে
ভালোবাসা বলে চালিয়ে দিতে
চোখের পলক পড়ে না আমাদের।
ওই যে বললাম,
প্রেমের চার দেওয়ালে
ভালোবাসার কোনো জায়গা নেই,
আর
ভালোবাসার অনন্ত গভীরতায়
প্রেম এক অণু স্থান দখল করে মাত্র।
প্রেমের মাটিতে ভালোবাসাকে কবর দিও না,
বরং
ভালোবাসার বৃক্ষে প্রেমের ফুল ফোটাও।
.............
আগমনী · 219 weeks ago