কবিতা -আজ অসময়ে, রাই - শ্যামাপ্রসাদ সরকার

  আজ অসময়ে, রাই

শ্যামাপ্রসাদ সরকার
 
 

তর্জনী দেখিয়ে কতবার বলেছ
আমায় অযথা চলে যেতে...
গেট ছাড়িয়ে কৃষ্ণচূড়ার ডালপালায়
কেন এত মায়া তবে রেখে দিতে গেলে....

অসমাপ্ত কাহিনীর পাতাগুলো ছিঁড়ে
কেন বারবার চলে যেতে যেতে
বিষণ্ণ গ্রীবায় মেখেছ সেই গৈরিক রোদের আদর!

যতবার চৌকাঠ পার করে,
যেতে গেছি! অপার্থিব ডাকে
সাড়া দেব বলে সেই ক্ষণিকের চাহনিটুকুই 
ফেরার হয়েছে নিয়তির মত।

সকালের রাধাচূড়ায় যে পথ 
ঢেকে দিতে কখনো অঙ্গরাগের বাহানায়....
সে পথের প্রতিটা বাঁকেই আছে অর্গলহীন বন্ধন।
সেখানে  প্রিয় নামটিতে শুধু আটকে গিয়েছি
একই দিনে জন্মের মতন যদি মৃত‍্যুও এসে আসঙ্গ চায়?

তখনো কি ফেরাবে বল রাই, 
তখনো কি ফেরাবে আমায়?
.............................
 

 

Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by