ভাস্কর শীল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাস্কর শীল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - এক বিকেলের গল্প - ভাস্কর শীল

এক বিকেলের গল্প

ভাস্কর শীল
 
 
এই যে তুমি দাঁড়িয়ে আছো 
লেপটে থাকা মেঘের পাহাড়
 অল্প কথার গল্পগুলো 
সার বেঁধেছে  রেলিং ঘিরে । 

বন্ধ খামের আবছায়াতে
ভালোবাসা একলা ভীষণ,
খাদের ধারে আটকে আছে
বিষন্নতার মিষ্টি প্রলেপ।

চিবুক ছুঁয়ে ভিজছে বাতাস
রঙিন ছাতা, স্বপ্নগুলো ,
চোখের পাতার দোসর যদি
ঠান্ডা লাগায় কি আসে যায়?

 শাড়ির আঁচল আঙ্গুল খোঁজে
  পলকা চুলের গন্ধ মেদুর,
 কোথাও আবার বৃষ্টি হলো
একটু যেন উতল বাতাস। 

চায়ের কাপের আদরগুলো
উষ্ণ ঠোঁটের নিষাদ রাগে,
একটু পরে সন্ধ্যা হবে
 তুমিও তো আজ প্রবাসিনী। 

একটু পরে সন্ধ্যা হবে 
আমিও কেমন  দোটানাতে, 
এই  যে তুমি  রেলিং ধরে,
 গল্পগুলো এক বিকেলের। 

**********