কবিতা - মাল্টিভার্স - অমিত চক্রবর্তী


মাল্টিভার্স

 

অমিত চক্রবর্তী

 

অতন্দ্রিলা লাল গোলাপ চেয়েছিল, আমার সংগ্রহে

একটি প্রবীণ বেলফুল গাছ, গোড়াটা পোক্ত হলেও

হাওয়া দিলে টবশুদ্ধ গড়াগড়ি যায় ডেকে

এ দিক থেকে সে দিক। এ অঞ্চলে হাওয়া কম নয়,

এখন তাকে বেঁধে রাখা হয়েছে রেলিংয়ের সঙ্গে,

গৃহদাস চেন পরে সঙ্গী হয়েছে আমার। আমারও শিকড় প্রবীণ,

পাথুরে জমিতে লাল গোলাপের শখ, এখন

লাল পাঞ্জাবি পরে

ঢেউখেলানো আকুলতা, বেনোজলের আবর্তন।

 

অতন্দ্রিলা লাল গোলাপ চেয়েছিল, ললিতা ধর চৌধুরির

গানের ক্লিপ পাঠিয়ে। আমার সংগ্রহে

একটি বেলফুল গাছ, জল দিই তাতে মরিয়ার মত, প্লাস্টিকের

ভাঙা ঝাঁঝরি ঝাঁকিয়ে। একদিকে লাল গোলাপ,

আশাবরী রাগে লাল আবদার,

অন্যদিকে ডেকে বাঁধা বেলফুল, পুরিয়া অন্ধকারের বিড়ম্বনা –

এই নিয়েই আমাদের মাল্টিভার্স, যুগ্মপৃথিবী।

..........................

 


 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
Meghna Chattopadhyay's avatar

Meghna Chattopadhyay · 182 weeks ago

খুব ভালো লাগলো

Post a new comment

Comments by