যাওয়া—আসা
কৌশিক চট্টোপাধ্যায়
দেখেছিলাম সাঁকোর উপর তাকে
অপাঙ্গেতেই দৃষ্টিপথের পাশে
স্বপ্ন কুড়োই মায়া কাজল চোখে
সযত্নেতে নাম লিখেছি ঘাসে৷
সেদিন যেন শিশির মাখা কালে
যখন ওঠে দুষ্টু দামাল হাওয়া
হাত ধরেছি অনুরাগের ছলেই
হারিয়ে গিয়ে হঠাৎ করে পাওয়া৷
বিষাদ নাকি ভীষণই বেআক্কেলে
চুরি করে অজান্তেতেই সব৷
মনখারাপের দাওয়াই যদি মেলে
ফিরিয়ে দিলো, ফেলে আসা শৈশব৷
নদীর ধারে চপল চরণ ধ্বনি
দু পাড় শুধু কাশফুলেতে সাদা
বৃন্দাবনী সারং শুনে যাওয়া
অপেক্ষাতেই অনাঘ্রাতা রাধা৷
গল্পকথায় রাতের বয়স বাড়ে
চাঁদের আলোয় ভাসছিলো চারপাশ৷
জীবন যেন বেসামাল এক ঝড়ে
আসা যাওয়ার পুরোনো অভ্যাস৷
.....................