সঙ্গে ঋত্বিক


আমাদের পথপ্রদর্শক...


 || অভিজ্ঞান রায়চৌধুরী ||




       পেশায় একটি নামকরা বহুজাতিক সংস্থার উচ্চপদে আসীন হলেও নেশা সাহিত্য চর্চা এবং ব্যাডমিন্টন। মূলত রহস্য-রোমাঞ্চ, প্রেম এবং কল্পবিজ্ঞান বিষয়ে লিখলেও সাহিত্যের অন্যান্য ধারাতেও অনায়াস দক্ষতা। বর্তমানের কিছু বহুল প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা পত্র-পত্রিকাতে নিয়মিত লেখা ছাড়াও এই প্রখ্যাত প্রবাসী সাহিত্যিকের  ঝুলিতে রয়েছে ভৌতিক অলৌকিক, রহস্যের দশ আঙুল, সব লজিকের বাইরে, নিছক প্রেমের গল্প ইত্যাদি বহু জনপ্রিয় বই।  অন্যতম সৃষ্ট চরিত্র অনিলিখার গল্পগুলি বহুল প্রচারিত এবং উচ্চ প্রশংসিত। ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।


   || জয়ন্ত দে ||


    লেখালিখি সূত্রপাত কলেজ জীবন থেকেই। এরপর দীর্ঘ সাংবাদিক তথা সাহিত্য জীবনে নানাবিধ অভিজ্ঞতার নুড়ি-পাথর কুড়োতে কুড়োতে কলকাতা নিবাসী এই প্রখ্যাত সাহিত্যিক বর্তমানে সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক। সাহিত্যের ভিন্ন ভিন্ন ধারায় অবাধ বিচরণ। কিছু বহুল প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি ছাড়াও লিখেছেন পয়মন্তী,  পূর্ণকুম্ভে কল্পবাস, আত্মজন ইত্যাদি বহু বিখ্যাত গ্রন্থ। সাহিত্য সেবার জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার।  ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।

 

   || দেবারতি মুখোপাধ্যায় ||




    স্কুল জীবন থেকেই কৃতি ছাত্রী এই প্রখ্যাত লেখিকা প্রথমে ইঞ্জিনিয়ারিং তারপর ফাইন্যান্সে এমবিএ করে আইটি সেক্টর, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইত্যাদি গুরুত্বপূর্ণ চাকরি ছেড়ে বর্তমানে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার।  নিয়মিত লিখছেন বর্তমানের বিভিন্ন বহুল প্রচারিত প্রথম শ্রেণীর পত্রিকায়। মূলত থ্রিলারধর্মী লেখায় পারদর্শী হলেও সাহিত্যের অন্যান্য শাখাতেও লেখিকার ক্ষুরধার লেখনী প্রশংসনীয়। তথ্য এবং রোমাঞ্চের সংমিশ্রণে লেখিকার ঈশ্বর যখন বন্দি,  নরক সংকেত, দিওতিমা, সাত শিহরন ইত্যাদি গ্রন্থগুলি বহুচর্চিত। ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।

 

   ||সুযোগ বন্দ্যোপাধ্যায় ||



   মূলত সাহিত্যের ছাত্র হলেও আঁকার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে। এই ভালোবাসা থেকেই প্রথাগত শিক্ষার জন্য আর্ট কলেজে যোগদান। সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় এই প্রখ্যাত কমিকস শিল্পীর সৃষ্ট রাপ্পা রায়, সুযোগসন্ধানী ইত্যাদি বহুল জনপ্রিয় চরিত্র। আনন্দ পাবলিশার্স থেকে গ্রন্থাকারে প্রকাশিত শিল্পীর কমিকসগুলি উচ্চ প্রশংসিত। এছাড়াও গান-বাজনার প্রতি রয়েছে সমান আগ্রহ। ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।



 || জয়দীপ চক্রবর্তী  || 



     পেশাগতভাবে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক হলেওলেখালিখির সূত্রপাত স্কুল জীবন থেকে। রহস্য রোমাঞ্চ, ভৌতিক অলৌকিক, কল্পবিজ্ঞান, প্রেম, সামাজিকসাহিত্যের সব ধারাতেই লেখনীর অবাধ বিচরণ।  শিক্ষকতার পাশাপাশি নিয়মিতভাবে কলম চলছে বর্তমানের বহুল প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা পত্র-পত্রিকাতে।  প্রখ্যাত এই সাহিত্যিকের ঝুলিতে রয়েছে জাদুকরের ল্যাবরেটরি,  অশরীরী প্রহরী,  তুমি আছ আমি আছি ইত্যাদি বহু জনপ্রিয় বই। ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক। 




 || জুরান নাথ   || 




  ছোটবেলা থেকেই অসীম আগ্রহ ছিল আঁকালেখা এবং গানবাজনার প্রতি। তাই বনবিভাগের সুনিশ্চিত সরকারি চাকরিত পেশা হিসেবে নিলেও প্রখ্যাত এই কমিকস শিল্পী অবসরে সৃষ্টি করে চলেছেন বিচ্ছুর জাদুশক্তি, বগলা এন্ড কোং ইত্যাদি অসামান্য কমিকসগুলি যা নিয়মিত প্রকাশ পাচ্ছে বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় এবং দুই মলাটে। কাজ করছেন কালজয়ী গল্পের চিত্ররূপ নিয়ে। ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।


 || অনন্যা দাশ ||




    মূলত রাজস্থানের জয়পুর শহরে ছোটবেলা কাটলেও বর্তমানে প্রখ্যাত এই সাহিত্যিক মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নিবাসী এবং পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত। লেখালেখি সূত্রপাত স্কুলজীবন থেকে। মূলত শিশু-কিশোর সাহিত্য নিয়ে লিখলেও বেশ কিছু লেখা রয়েছে প্রাপ্তমনস্কদের জন্য। সামাজিক মাধ্যম এবং বর্তমানের বহুল প্রচারিত বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখিকা। অ্যাডভেঞ্চার, রহস্য-রোমাঞ্চ, ভৌতিক অলৌকিক, থ্রিলার- কলমের ব্যপ্তি বহুমুখী। ঝুলিতে রয়েছে রুজভেল্টের পাণ্ডুলিপি, ইন্দ্রজালের নেপথ্যে, পুমার প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চ দশে দশ ইত্যাদি বহু জনপ্রিয় বই। ঋত্বিক সাহিত্য পরিবারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।




আমাদের দলবল...


লেখা নিয়ে কাটাকুটি :- রাখী আঢ্য

কারিগরি সহায়তা :- 

আঁকিবুঁকি:- সোহম বাগচী, আভাষ চক্রবর্তী

মন্ত্রীমন্ডল:- 







 








Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by