দেবীপ্রসাদ বটব্যাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবীপ্রসাদ বটব্যাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - নিরীহ রাসায়নিক বিক্রিয়া - দেবীপ্রসাদ বটব্যাল



নিরীহ রাসায়নিক বিক্রিয়া

দেবীপ্রসাদ বটব্যাল 



আমি যদি আমাকেই খুঁজি,
তবে ভিতরে ভিতরে- কেন -এতো ভাঙন !

উচ্চমাধ্যমিকের প্রিটেস্টে আমি সত্য 'স্যারকে শাদা মনে জিজ্ঞেস করেছিলাম
রঞ্জকের ধ্রুবক কি স্যার ?
বললেই হতো অবান্তর প্রশ্ন । শুধু শুধু -
ধ্রুবকে, রঞ্জনার ইয়ে মনে করে--

পর পর তিন টেস্টে ঐ যাচ্ছেতাই নম্বর আমার নাম ধ্রুব থেকে ধ্রুবকে এসে গেল।

ততদিন কেমিস্ট্রিতে টেস্ট টপকাতে পারিনি ,
যতদিন না ছেলের অন্নপ্রাশনের টাইট্রেশনে অ্যাকুউরেসি এলো

বছর তিনের ব্যবধানে রঞ্জনা অনেকবারই
পিছনে তেজপাতার বাগানে 'অঞ্জনা' হয়েছে

তখন, স্যার কখনো ইনঅরগ্যানিকে
ইলেকট্রন অ্যাফিনিটি বোঝাচ্ছেন --তো--

কখনো অরগ্যানিকে দ্য ব্রেকিং অ্যান্ড মেকিং অফ বন্ডস্ নিয়ে বৈঠকে ব্যস্ত ।

খরাদিনের মাঝদুপুর, টিফিনের ঘন্টায় তরঙ্গায়িত
পাঁচটা তীর শনশন বেগে
নির্বাক ছায়াকে চলচিত্র বানায়

স্যারের সঙ্গ'গুনে রঞ্জনা আমাকে ওস্তাদি ঢংয়ে
ফিজিক্যালের ক্রিটিক্যাল টেমপারেচারে
রিলেটিভ হিউমিডিটিতে এক্সপার্ট করে তোলে।

---------

Debi Prasad Batabyal