সঞ্জয় কর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্জয় কর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - মিলন সেতু - সঞ্জয় কর্মকার

মিলন সেতু
সঞ্জয় কর্মকার  

 

কৃপণ রোদে আলসে নদী খানিকটা ছোঁয় তীর
মেঘের দেশে গোপন খেলায় ইচ্ছে আলোর ভিড়।

পাখির ঠোঁটে স্বপ্ন ছড়ায় হাতছানি দূর বন
সন্ধ্যা নামে ঝুমকোলতায় রামধনু রঙ মন।

অহংকারী আকাশটা নেয় লাজুক তারার খোঁজ
সোহাগ মাখা জোছনা আসে রূপকথাপুর রোজ।

কোল ভরে নেয় দিনের ফসল একলা বিলের মাঠ
উল্লাসে ঝাঁপ রাতচরাদের ডুবছে আমোদ- হাট।
...................................
 

 

কবিতা - মনোলিপি - সঞ্জয় কর্মকার

 মনোলিপি 

সঞ্জয় কর্মকার


একটা মনে শীতের বিকেল বরফ ভাঙা ঝড়
আর একটা মন বসন্ত রোদ চৈত্রে বাঁধা ঘর।

একটা মনে গ্রীষ্ম দুপুর নেই তো অভিসার
আর একটা মন উজান বেয়ে নিচ্ছে মেনে হার।

একটা মনে ভাঁটার শোষণ মৃত্যুমুখী ঢেউ
আর একটা মন বসত গড়ে জ্যোৎস্না আনে কেউ।

একটা মনে বিবর্ণ মেঘ নিভৃত সন্ধ্যার
আর একটা মন সোহাগ সকাল ফিরছে বারংবার।

...............

 

Sanjay Karmakar