কবিতা - গল্পদাদু- নিবেদিতা মুখার্জী

গল্পদাদু

নিবেদিতা মুখার্জী
 

ছেলেবেলায় রাতে যখন শুতে যেতাম,দাদু মাথায় হাত বুলিয়ে দিত আর গল্প বলতো
কতকরকম গল্প,
না না এ রূপকথার গল্প নয়,
অন্য গল্প,কিন্তু শুনতে বড়ো ভালো লাগতো।
বলতাম দাদু এত গল্প পাও কোথা থেকে?
দাদু বলতো আমাদের জীবনটাই যে একটা গল্প রে, 
তার ভিতরে আছে ছোট ছোট 
অনেক গল্প,
সেখানে থাকে অনেক চরিত্র,
এক এক কুঠুরিতে এক একজনের বাস,
একজন ঢুকতে পারেনা আরেকজনের ঘরে।
বুঝতাম না তখন কথাগুলো,
ঘুমিয়ে পড়তাম।
দাদুর নাম দিয়েছিলাম 'গল্পদাদু'।
আজ জীবনটা বড় একঘেয়ে হয়ে গেছে,
কোনো প্রানের সাড়া নেই,
কোনো গল্প নেই,
কেন হলো এমন?কে জানে?
হয়তো জীবন থেকে গল্পগুলো
হারিয়েই গেছে, দূরে..... বহুদূরে।
আজও শুতে যাবার সময় 
গল্পদাদুর গল্পগুলো মনে করি,
রাতে জোনাকিরা জ্বলে আর
গল্পেরা এসে ঘুম পাড়িয়ে দেয় 
আমাকে।
গল্পদাদু আজ নেই,
কিন্তু গল্পেরা দেখা দেয় আমাকে, স্বপ্নে, চুপিসারে,
মনটা কেঁদে ওঠে তখন,
বলে উঠি, গল্পদাদু,
" তুমি কোথায়?, তুমি কোথায়?".....
 
...................