শৈশবের বরিষন দিন
শুভ্রা ভট্টাচার্য
পথ ঘাট মাঠ জল থৈ থৈ
বৃষ্টিমুখর বরিষণ দিন,
দামাল শৈশবের বক্ষজুড়ে
অনাবিল খুশির বিন।
প্রকৃতি মাঝে ভেজে কত
পশু পাখি চাতক মন,
কল্পনার ডানা মেলে উড়ে
ভিজছে প্রাণ অনুক্ষন।
কাদা মাটি জলে মিশে
ধরায় ধরা ছোঁয়ার খেলা,
প্রাণের সখ্যতা বাড়ায়ে
মুক্ত হৃদয় বিকাশ মেলা।
কাগুজে নৌকায় ভাসে
শিশুর গহীন মন-চিন্তন,
হৃদয়ের অতৃপ্তি মেটাতে
কাল্পনিকে জাল বুনন।।
................