জয়দীপ চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়দীপ চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - অপেক্ষা- জয়দীপ চক্রবর্তী

 

অপেক্ষা

জয়দীপ চক্রবর্তী

 

আমাদের এই চলাচল, আমাদের এইসব প্রাণ উজাড়

বোবা ভালোবাসা, সূর্য থেকে ছেঁকে নেওয়া গুঁড়ো গুঁড়ো

আলোবিন্দু, সমুদ্রের ঢেউ... সব কিছু তোকে দিয়ে এই দেখ

আজ কেমন পর্বতের মতো, আপাদমস্তক আমি স্থির হয়ে আছি।

আমার শরীর জোড়া বিপজ্জনক সব বাঁক, অচানক আকাশের দিকে

উঠে যাওয়া ঋজু শীর্ষদেশ, সব দেখ, কী ভীষণ শীতে, নিজেদের বরফে ঢেকেছে

সবুজ ঘাসের দেশ, দিগন্ত বিছিয়ে থাকা একলা বুগিয়াল, মৃত্যুর আড়ালে বসে

উড়িয়ে দিচ্ছে খামে ভরা চিঠিপত্রগুলি।

তবুও অনন্তকাল, তুই দেখ, আমি সেই স্থির অচঞ্চল, তোর জন্যে গাছ হয়ে

আসমুদ্র হিমাচল দুই হাত প্রসারিত, শীত ও গ্রীষ্ম মেখে ক্ষেত্রসন্ন্যাস নিয়ে

চিরকাল অপেক্ষা করেছি, আর তুই মেঘের আড়ালে জল হয়ে ঝরতে গিয়ে

ভুল করে আমার শরীর ঢেকে দিস বরফ কুচিতে...
 
...................
 
Jaydip Chakrabarty