রাজা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - প্রত্যয় - রাজা ভট্টাচার্য

 প্রত্যয়
রাজা ভট্টাচার্য

হাজার মহামারী পেরিয়ে
আবার দেখা হবে আমাদের।
লক্ষ মৃত্যুর ওপারে
আবার বেঁধে নেব ঘরদোর।
 #
আবার গড়ে নেব ফুলবন,
সেই মালঞ্চের শেফালি
আবার ফুটে উঠে সন্ধ্যায়
করুণ ঝরে যাবে সকালে।
#
আবার খিড়কির পুকুরে
ছলাৎছল ঢেউয়ে শালুকের
পাঁপড়ি ঝরে যাবে, গভীরে
রুপোর নথ-পরা চেনা মাছ!
#
রাতের দাওয়া জুড়ে আন্ধার
উঠবে জমে ফের; উঠোনে
জোনাকি জ্বলবে না— তা কি হয়?
তবে কি বৃক্ষেরা একাকী?
#
আবার মাঠে মাঠে সোনালী,
আবার আলে আলে মুথাঘাস,
শিশিরে ভিজে সেই আলপথ
আবার ডাক দেবে আমাদের।
#
এভাবে একদিন শুরুয়াৎ
হয়েছে কত যুগ পূর্বে!
আবার শুরু হবে। আমরা
ফিরিয়ে আনব সে ঊষাকাল।
#
আমরা কক্ষনো মরি না
আমরা ফিরে আসি বারবার—
তুলসীমূলে ফের দীপালোক
জ্বলবে অনিকেত সন্ধ্যায়৷

.............................