রঙ্গন রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রঙ্গন রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - দেবাঞ্জনা - রঙ্গন রায়

 

দেবাঞ্জনা

 রঙ্গন রায়

 

গোবড়াকুড়ি' মেলায় যেদিন ফুচকার অপূর্ব স্বাদ প্রথম পরখ করালেন

সেদিন আপনি আমার শিক্ষিকা ছিলেন না , প্রকৃত প্রস্তাবে ;

অথচ মৃত্যুর চামড়া পোড়া গন্ধের সাথে সস্তা ধূপকাঠির গন্ধে আমাদের ফুসফুস ভরে উঠেছিল

ছিন্নমস্তার মূর্তি দেখে , ভীত আমার চোখ ঢেকে ফেলা আঙুলের ফাঁকে ,

আপনার হাতের তড়িৎ  স্পর্শ , আমাকে মৃত্যুর চেতনা দিয়েছে অনুপাতে।

পুড়ে যাওয়া মাংসের দগদগে ধোঁয়ার মাঝেও মেলার ভীড়

অসমবয়সী দুজনকে নাগিন কন্যার শো দেখতে আগ্রহী করেনি ---

আমি দেখছিলাম , কীভাবে সবাই পুড়ে যাচ্ছে , চিতার মত ;

আপনার নাম , আমি দেবাঞ্জনা রেখেছিলাম সেদিন।

 

অজ্ঞাতে কত শ্রমিক - চাষীর সন্তানেরা বোধী লাভ করে ফেলেছিলো

স্বপ্নদোষের ঝটকায় ঘুম ভেঙে যাচ্ছিলো গোটা কপিলাবস্তুর -

আমি সেই স্বপ্নের প্রতিটি পৃষ্ঠায় , পেজ মার্ক দিয়ে রেখেছি

স্নিগ্ধ স্নানের শেষে , শাড়িতে যতটা চিকরাশির পাতা এসে লাগে ,

কাঞ্চন ফুলের গন্ধে , গৌতম বুদ্ধের ধ্যান ভঙ্গ হয় ---

প্রজ্ঞাপারমিতা নয় , সুজাতা নয় , দেবাঞ্জনাকেই দরকার , পায়েস পরিবেশনের

 

হরেক মাল ৫টাকার সামগ্রী ঠেলে , মত কা কুয়ার জোরালো শব্দের দিকে ,

অমন বনলতা' মত তাকালে , বাইকারোহীদের কন্সেন্ট্রেশন , ক্যাম্পে চলে যেতে পারে।

অথচ আপনি এসবের পরোয়া থোড়াই করতে জানেন!

কাশ্মীরী শাল যেসব মেলায় পাওয়া যায় , আপনি আসেননি সেই মেলায়

এখানে নাগরদোলা অন্য গ্রহের ব্যাপার।

অথচ মাটি থেকে যুধিষ্ঠিরের রথের মত উঠে থাকা আপনি

গ্রামের অভাবী মেয়েদের ভারী বুক দেখে , হীনমন্যতায় ভোগেন ,

ওরা কত সহজেই , আপনার চেয়ে ধনী হয়ে যায় , ভীনগ্রহী বানিয়ে দেয় ,

অনায়াসে।

..............................................