আমাদের কথা



|| আমাদের কথা ||

     

    শব্দের সাথে শব্দ মিলিয়ে সৃষ্টি হয় লেখা। ভাবনা আর দক্ষতার মিশেলে কখনো কখনো সে লেখা পৌঁছে যায় প্রকৃত সাহিত্য স্তরে।

     ফেসবুকের সাহিত্য জগৎ আক্ষরিক অর্থে একটা ইল্যুশন মাত্র যেখানে আমরা ঠিক নিজেই হয়তো জানি না কোনটা আমাদের প্রাপ্তি আর কোনটাইবা ভবিতব্য। সৃষ্টির এই সূতিকাগারে সকলেই শিশু। এখানে অনেক আপাত অর্থহীন লেখাও যেমন আশাতীত প্রশংসা পেয়ে যায় তেমনই অজানা কারণে অথবা অকারণেই অনেক সৎ সাহিত্যও রয়ে যায় দৃষ্টির অন্তরালে। সমুদ্রমন্থনের মতো আপনি খুঁজতে থাকুন, কি পাবেন জানা নেই। দিনের শেষে হয়তো লেখাটা ছাপিয়ে গুরুত্ব পেয়ে যায় লাইক, কমেন্ট, ইমোজিগুলো । আমরা ভুলে যাই এগুলো শুধুমাত্র আমাদের চেনা-অচেনা পাঠককুলের তাৎক্ষণিক অথবা অভ্যাসগত ভাবের বহিঃপ্রকাশ মাত্র, লেখার প্রকৃত মানের বিচারক নয়।

     এই কারণেই '
ঋত্বিক' ফেসবুকে সাহিত্যচর্চা করে শুধুমাত্র মনের আনন্দে। তবে সব সময় ভাবনা থাকে নতুন কিছু করবার। আরো ভালো সাহিত্যচর্চার মাধ্যমে লেখক-পাঠক বন্ধন সুদৃঢ় করার। আমরা মনে করি অযুত পাঠক যেদিন আমাদের প্রচেষ্টাকে ভালবাসবে, সেদিন বুঝব আমরা সাহিত্যচর্চার পথে সামান্য অগ্রসর হয়েছি। আর এই ভাবনা থেকেই ফেসবুক গ্রুপে সাহিত্যচর্চার সীমানা ছাড়িয়ে  জন্ম নিলো 'ঋত্বিক' ওয়েবজিন। এটি একটি স্বতন্ত্র  পত্রিকা যেখানে নাম নয়, সাহিত্য প্রাধান্য পাবে।
না, ভবিষ্যৎ লেখক তৈরীর কোন ক্ষমতাই আমাদের নেই।  আমাদের শুধু প্রচেষ্টা থাকবে আপনাদের কাছে নানাস্বাদের কিছু নতুন লেখা তুলে ধরার। প্রতিটি লেখার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের প্রতিনিয়ত ঋদ্ধ করবে। আর  এই প্রয়াস কতটা আপনাদের মন জয় করতে সমর্থ হল তার বিচার করবে সময়।

     পত্রিকা সম্পর্কিত আপনাদের যেকোন রকম মতামত, অভিব্যক্তি অথবা চাহিদা আমাদের নির্দ্বিধায় জানাবেন। আমরা মনে করি খরগোশের গতিতে দৌড়ে পিছিয়ে পড়ার চেয়ে কচ্ছপের গতিতে পথ চলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা অনেক ভালো । আর আপনারা সকলে সঙ্গে থাকলে সেই লক্ষ্যে আমরা সফল হবোই এই আশা রাখি। তাহলে আর দেরি নয়। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে চলুন আমরা শুরু করি সাহিত্যচর্চার পথে আমাদের নতুন পথচলা। 'ঋত্বিক' সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত।