জয়দীপ লাহিড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়দীপ লাহিড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - নাছোড়বান্দা - জয়দীপ লাহিড়ী

 নাছোড়বান্দা

জয়দীপ লাহিড়ী
 
 
চৈত্রমাসের স্পর্শে আমার ছায়া দীর্ঘ হয়,
ক্রমশ শরীরকে ছাড়িয়ে ছুঁয়ে ফেলে কাঁটাতার
সীমানা পেরিয়ে যেতে একটুও কষ্ট নেই,
আমি কাপুরুষের মত এক পা করে পিছিয়ে যাই।
আমাদের যে সীমিত কায়া!

বিকেলের পড়ন্ত রোদে একবুক কষ্ট নিয়ে
নিজের মাপের চেয়ে ছোট কুন্ডলী
সীমাহীন স্পর্ধাকে গুটিয়ে নেয়!
ইচ্ছা করলেই ছায়াহীন সময় পাই,
মায়া হয় নিজের ছায়াকে...
সীমাবদ্ধতা শরীরে স্থূলতা আনে!
তবুও ছায়া সূর্যস্নান করতে নাছোড়বান্দা।

....................
 

 

কবিতা - ভো_কা_ট্টা - জয়দীপ লাহিড়ী

 

ভো_কা_ট্টা
জয়দীপ লাহিড়ী
 

অনুভুতি অনেকটা ঝোড়ো হাওয়াতে মুঠো করে ধরা বালি,
একটু আলগা করে দেখবে, কখন তোমাকে ছেড়ে গেছে বুঝতে পারবে না!
মুঠো খুলে খালি পাবে চেপে বসে থাকা কিছু বালির কণা
আহা! জোরে ঝেরে ফেলতে যেওনা, রেখা কেটে যেতে পারে!
বরং হাতের তালুকে নদীর জলে বইতে দাও।
কতদিন এক আঁচলা জল খাইনা!

কিছু অনুভূতিকে চেপে ধরে রাখতে গিয়ে অনেকবার রক্ত বেরয়!
আসলে বালির মধ্যে ঘসা কাঁচ মিশে আছে!
চালুনিতে পাথর জমেছে, মনকে কতদিন ছাঁকা হয়না!
এবার ছুটিতে ভাবছি একটা কলমীলতার চারা আনব,
একটা একটা করে পাতা বেরবে আর তার মধ্যেই শিশির ধরে
নিজের মন ছেঁকে চান করব!
আহা কতদিন অল্প জলে গা ভেজাইনা!
ডুব দিতে দিতে তল খুঁজতে ভুলে গেছি!

এত কিছু প্যাঁচের মাঝে একটা ঢিলপ্যাঁচ বড় দরকার,
হ্যাঁচকা টান, কড়া মাঞ্জা! আর...
ভো-কা-ট্টা !
 
------------




Joydeep Lahiri