কবিতা - ভো_কা_ট্টা - জয়দীপ লাহিড়ী

 

ভো_কা_ট্টা
জয়দীপ লাহিড়ী
 

অনুভুতি অনেকটা ঝোড়ো হাওয়াতে মুঠো করে ধরা বালি,
একটু আলগা করে দেখবে, কখন তোমাকে ছেড়ে গেছে বুঝতে পারবে না!
মুঠো খুলে খালি পাবে চেপে বসে থাকা কিছু বালির কণা
আহা! জোরে ঝেরে ফেলতে যেওনা, রেখা কেটে যেতে পারে!
বরং হাতের তালুকে নদীর জলে বইতে দাও।
কতদিন এক আঁচলা জল খাইনা!

কিছু অনুভূতিকে চেপে ধরে রাখতে গিয়ে অনেকবার রক্ত বেরয়!
আসলে বালির মধ্যে ঘসা কাঁচ মিশে আছে!
চালুনিতে পাথর জমেছে, মনকে কতদিন ছাঁকা হয়না!
এবার ছুটিতে ভাবছি একটা কলমীলতার চারা আনব,
একটা একটা করে পাতা বেরবে আর তার মধ্যেই শিশির ধরে
নিজের মন ছেঁকে চান করব!
আহা কতদিন অল্প জলে গা ভেজাইনা!
ডুব দিতে দিতে তল খুঁজতে ভুলে গেছি!

এত কিছু প্যাঁচের মাঝে একটা ঢিলপ্যাঁচ বড় দরকার,
হ্যাঁচকা টান, কড়া মাঞ্জা! আর...
ভো-কা-ট্টা !
 
------------




Joydeep Lahiri
 
 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
বাঃ বাঃ👏👏

Post a new comment

Comments by