কবিতা - হঠাৎ দেখা - সঞ্চারী ভট্টাচার্য্য

 

হঠাৎ দেখা
 সঞ্চারী ভট্টাচার্য্য

সেদিন হঠাৎ জীবন এলো - স্বপ্নে ।
রুক্ষ মরুভূমির মতো ঝাঁকড়া চুল
রঙবেরঙের  পশমের টুপিতে ঢাকা, বা, লুকোনো।
উদ্ভ্রান্ত চোখদুটো হাল ফ্যাশনের সানগ্লাসের কাঁচে রঙিন কিন্তু শব্দহীন ।

বহুযুগের পিপাসার্ত ঠোঁটদুটিতে লিপ-গ্লসের মেকি আর্দ্রতা ।
আদিম কৃত্রিমতায় আবৃত শরীর ।
উত্তরটা যদিও জানা, তবু প্রশ্ন করলাম, "কেমন আছিস? "
উত্তরের বদলে পেলাম এক হাসি -
এক বুক কষ্টের কালো মেঘের ফাঁকে
টুকরো রূপোলি রোদ্দুর ।
যেন বলে গেল - " আজও ভালো থাকা যায় । "

আজও ভালো থাকা যায়? 
আজও ভালো থাকা যায়! 
 
...................