কবিতা - বিস্মৃতি - বিনায়ক বন্দ্যোপাধ্যায়

 বিস্মৃতি

 বিনায়ক বন্দ্যোপাধ্যায়

 

 অন্ধকারে দেখেছি তোমাকে
তাই অন্ধকারই মনে থাকে
মনে থাকে সেই সাইকেল
যেখানে বিকেল
এসেছিল সোনারং ধরে
বেপাড়ার মোড়ে
চলে গিয়েছিল কালো হয়ে
আশংকায় ক্ষয়ে
মৃত্য এসে বলেছিল, আড়ি
আর ভাব হয়নি কোনওদিন
কেবল চোখের মধ্যে রয়ে গেছে সে সূর্যাস্ত

আর রং-ভুলে-যাওয়া শাড়ি|


...............




Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
মৃত্যু-র প্রিন্ট টা ঠিক করতে হবে । সহজ সুরে ভালবাসা ,খুব ভালো লাগলো কবিতাটি .

Post a new comment

Comments by