কবিতা - চুল চুরি - দিপালী দে সামন্ত


চুল চুরি 

 দিপালী দে সামন্ত

 

ভুতু বাবু চুপটি করে পুকুর পাড়ে বসে ,
কি হয়েছে ভুতু বাবু? বলল, টুনি এসে।

ব্যাজার মুখে বসে কেন? মা বকেছে নাকি?
বোকা ছেলে রাগ করেনা, হাসোতো একটু দেখি।

ভুতু বাবু উদাস চোখে তাকিয়ে সুদুর পানে,
ওর মনের দুঃখের কথা টুনিরে বলে কেমন?

স্বপ্নে ভুতুর এসেছিল একটা টেকো বুড়ি,
কার্তিকের মতো চুলগুলো ওর করল কেমন চুরি।

ভোরের স্বপ্ন সত্যি হয় সবাই নাকি বলে,
কি করবে ও ভেবেই সারা, সত্যিই চুরি হলে!

কান্না ভীষণ পাচ্ছে ওর, বোঝাবে দুক্কু কাকে?
সত্যি যদি ঢাকে মাথা এইয়া বড় টাকে?

টুনি হেসে লুটোপুটি খায় ভুতুর কথা শুনে,
দুঃখ বেড়ে দ্বিগুণ হয় ভুতুর উদাস  মনে।

টুনি বলে ওরে পাগল, করিস না তুই ভয়,
মাথা থেকে চুল চুরি করা সহজ কথা নয়।
 
..................
 
Dipali Dey Samanta 
 
 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
খুব খুব মিষ্টি কবিতা । 😊😊

Post a new comment

Comments by