গুরুচন্ডালী
অর্ঘ্যদীপ আচার্য্য
হাতেরও মুঠো হতে, ঝরিয়া পড়ে ঘাস
ত্রুটি তো ঘাসে নয়, হাতেরও,
আমাকে ঠোঁটে রেখো হে সখি বারোমাস
তোমার, সিলভিয়া প্লাথেরও।
নিরালা ক্যাফেকোণে বাঁধিছ খোঁপা ফের
বিকেলে মিশে যেত চকোলেট,
প্রাচীনো রুশদেশী গল্পে ইভানের
বন্ধু তুমি, আমি, সকলে।
গহনকুসুমিত কুঞ্জ টবে পোঁতে
চকিত তরুণীকে ফিরো চেয়ে,
কবিতা নামি আসে তোমারও বীণা হতে
আমরা দায়ী করি নিরোকে।
ঝটিতি দুই নারী দু হাতে তরবারি
মিলিছে ছাই হওয়া অঙ্ক,
আদমসুমারিতে একা হতেও পারি
ছায়াতে আমি বহুসংখ্যক।
ওহে পবিত্রতা তুমিও ঋতুমতী
পূজিত হলে বলি বরাভয়,
সঠিক দাম কবি পেলে মানুষ প্রতি
বিষণ্ণতা বেচে ধনী হয়।
-------
Arghadip Acharya