আপনাদের প্রিয় পত্রিকা সমৃদ্ধ হোক আপনাদের লেখায়| ঋত্বিক ওয়েবজিনে লেখা পাঠাতে নিচের নিয়মগুলো একবার দেখে নিন:-
১) পত্রিকায় যে বিভাগগুলি দেওয়া আছে শুধুমাত্র সেই বিভাগেই ১৫০০ - ২০০০ শব্দের স্বরচিত, অপ্রকাশিত ছোটগল্প ইমেইলে পাঠান মেলবডিতে কপি-পেস্ট করে। ওয়ার্ড ফাইল পাঠাবেন না। কমিকস শুধুমাত্র jpg পাঠাবেন। কবিতা ১৫-৩০ লাইন |
২) পত্রিকাটির ষান্মাসিক । লেখা যেকোনো সময় পাঠাতে পারেন। একজন একমাসে একটিমাত্র বিভাগে একটি লেখাই পাঠাবেন | লেখা প্রকাশ হবে পরবর্তী সংখ্যায় ।
৩) ইমেইলের বিষয়বস্তু লিখবেন 'ঋত্বিক ওয়েবজিন - বিভাগ - .............'
৪) গল্পের শুরুতে নিজের নাম বাংলা এবং ইংরেজীতে এবং গল্পের নাম অবশ্যই লিখবেন। গল্পের শেষে লিখবেন 'সমাপ্ত'। লেখা পাঠানোর আগে বানান, প্যারাগ্রাফ সেটিং ইত্যাদি ভালো করে দেখে নেবেন। লেখা আলাদা করে এডিট করা আমাদের পক্ষে সম্ভব নয় |লেখার সঙ্গে আপনার সাথে যোগাযোগের নাম্বারটি অবশ্যই দেবেন।
৫) পত্রিকায় প্রকাশিত গল্পটি প্রকাশের পরবর্তী একমাস আলাদাভাবে অন্য কোথাও প্রকাশ করতে পারবেন না। গল্প গ্রহণের ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত।
৬) প্রতি সংখ্যার জন্য লেখা চেয়ে ঋত্বিক গ্রুপের এনাউন্সমেন্ট সেনশনে এবং আমাদের ফেসবুক পেজে পোস্ট দেয়া হয় | এই সময়সীমার মধ্যে আপনি গল্পটি অন্য কোথাও প্রকাশ করলে সেটি এমনিতেই আমরা বাতিল বলে ধরে নেব। পত্রিকায় প্রকাশিত গল্পের লিংক আপনি নিজের ফেসবুক পেজ সহ যেখানে খুশি শেয়ার করতে পারেন।
৭) ঋত্বিক সাহিত্য পত্রিকায় প্রকাশিত যেকোন গল্পের কপিরাইট এবং সম্পূর্ণ দায়ভার লেখকের | নিচে দেওয়া ইমেইল আইডিতে গল্প পাঠাবেন।
কেমন লাগছে আমাদের পত্রিকা? আপনাদের মতামত অথবা লেখা পাঠানোর বিষয়ে সহায়তার জন্য আমাদের ফেসবুক গ্রুপের এনাউন্সমেন্ট সেকশনে থাকা হেল্পডেস্কে লিখুন।
🔗আমাদের ইমেইল আইডি:-
ritwikmagazine@gmail.com
আরো সুন্দর সুন্দর লেখা পড়তে এবং হেল্প ডেস্কে যোগাযোগ করতে যোগদান করুন আমাদের ফেসবুক গ্রুপে উপরের ফেসবুক আইকনে বা নীচের লিঙ্কে ক্লিক করে :-
https://www.facebook.com/groups/ritwik2019
আমাদের ফেসবুক পেজ লিংক
https://www.facebook.com/ritwikweb/
আবদুস সালাম · 225 weeks ago