কবিতা - মিলন সেতু - সঞ্জয় কর্মকার

মিলন সেতু
সঞ্জয় কর্মকার  

 

কৃপণ রোদে আলসে নদী খানিকটা ছোঁয় তীর
মেঘের দেশে গোপন খেলায় ইচ্ছে আলোর ভিড়।

পাখির ঠোঁটে স্বপ্ন ছড়ায় হাতছানি দূর বন
সন্ধ্যা নামে ঝুমকোলতায় রামধনু রঙ মন।

অহংকারী আকাশটা নেয় লাজুক তারার খোঁজ
সোহাগ মাখা জোছনা আসে রূপকথাপুর রোজ।

কোল ভরে নেয় দিনের ফসল একলা বিলের মাঠ
উল্লাসে ঝাঁপ রাতচরাদের ডুবছে আমোদ- হাট।
...................................