কবিতা - ইজ্জত - পার্থ দেব

 ইজ্জত
পার্থ দেব


মেয়েটি আমার চেনা...

ওকে দেখেছি ব্যান্ডেল লোকালে,
কখনো পার্কস্ট্রিটের ফুটপাতে,,,  তো
কখনো দেখেছি ময়না পাড়ার মাঠে।
আর দশটা মেয়ের মতই ঘরে অথবা বাইরে
মান আর অসম্মান নিয়ে জাগলিং করতে দেখেছি বহুবার,
মেয়েটি তবু উদম রাস্তায় একা একা হাঁটে,
মেয়েলি যা কিছু তার সবটুকু
যত্নে, দর্পে গুছিয়ে রাখে।
তার সম্ভ্রম থাকে চোখের তারায়,
অথৈ মায়ায় রাখা থাকে সম্মান,
ইজ্জত সাজানো থাকে ভালোবাসায়।

এমনটা তো সব মেয়েরাই সাধ্য মতো পুষে রাখে।
তবু সাধ্য আর অবাধ্যতার মাঝে ফরমান জারি হয়---
বক্ষ যুগল, নিতম্ব আর যোনি তে
মেয়েটির ইজ্জত লেখা হয়,
তাকে দোমড়ানো হয়,কামড়ানো হয়,
ছিঁড়ে দেওয়া হয় যোনি,
মেয়েটি তবু উঠে দাঁড়ায়।

আমি  মেয়েটিকে চিনি।

আসলে কোন মেয়েই তার ইজ্জত যোনি তে রাখেনা,
তবে তুমি কেন রাখবে?
তুমি কে হে?

যোনি ছিঁড়ে দিলেই ইজ্জত যায় ?

ইজ্জত তো যায় সংবিধানের,  তেরঙ্গার
আর তোমার মত সমাজের।

আমি জানি মেয়েটি আজও তেমনটিই আছে ---
ও করুণা রেখেছে যোনি তে
ইজ্জত রাখেনি,

আমি যে মেয়েটিকে চিনি

................

 


 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
আগমনী 's avatar

আগমনী · 219 weeks ago

দুর্দান্ত👌👌

Post a new comment

Comments by