অমিত চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অমিত চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতা - মূল সঙ্গীত - অমিত চক্রবর্তী

 

মূল সঙ্গীত

অমিত চক্রবর্তী

 

 

 

একটা থীম মিউসিক খুঁজছি জীবনে – একটা চারণপদ্য

একটা ছড়টানা সুর আবহের, একটা                                                                                

ফিরে ফিরে আসা মূল সঙ্গীত।                                                                                

ক’টা লাল কার্ডিনালের সঙ্গে আলাপ হয়েছে ইদানীং

খুবই যৌবনমত্ত পাখি তারা, উচ্চরব কাকলির –

সবসময় জুড়ি খুঁজছে, সবসময় আওড়াচ্ছে প্রমোদের আলাপ।

আমি মুচকি হাসি, তোমার কথা মনে পড়ে।                                                                                 

তোমাকে বোধহয় আমি নষ্ট করেছি ধেবড়ে,

ঘষে ঘষে রঙচটিয়ে আর বোঝা চাপিয়ে সংসার করার।

আর তুমি, আমার প্রভাতফেরির লাল কার্ডিনাল –

ভয়ে শিউরে উঠেছ কেঁপে, রোঁয়াফোলা তেজে গেছ

বাঁচাতে নিজেকে, আর নির্ঘাত

আস্ফোটে ভেঙে টুকরো করেছ দুটো আনাড়ি হৃদয়।

আমার অবশ্য এখন ফেলে আসা কোন কুয়াশা নেই আর

নেই বই থেকে টোকা কোন মহতের বাণী

তাই সন্ধানে একটা নতুন কর্ডের, একটা সুরসঙ্গতি

যাতে কিনা

আমি স্বতন্ত্র থাকি একা, আবার তোমার সঙ্গে মিলেমিশেও –

যুগ্মতায় একাকার। 

............................