রাস্তা
তিলক মুখার্জি
আরো একবার বৃষ্টি নামুক মুষলধারে
এ শহরের রাস্তাগুলো বহু প্রতীক্ষায়
চেয়ে থাকে অবিন্যস্ত আকাশের গায়ে
যেন রোদের কণার সামিয়ানা মেলা ।
কেউ তার খবর রাখেনি কেবল -
উষ্ণ ধুলোবালি কখনও হয়েছে রাজি
নির্জন দুপুরে সন্ধি করে বিদীর্ন
করেছে পথ , শিরা উপশিরা উপড়েছে ।
তারা ফেরার বেলা পিছে তাকায়নি
শহরের রাস্তাগুলো বড়ই উপেক্ষিত
গাড়ির মিছিল ভোর হতে রাত্রি
ঘুরে যায় ঘড়ির কাটা বিরামহীন অক্ষত।
জীবন পড়ন্তবেলায় খই ছিটিয়ে থাকে
সন্ধ্যে হলে বাজে কাসর ঘন্টা ঢাক
বিসর্জনের অন্তিম করুন সুরের তালে
আরো একবার বৃষ্টি নামুক মুষলধারে।
..........................