ধারাবাহিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধারাবাহিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ধারাবাহিক - মহাপ্রস্থানের পথে - -অয়ন দাস

 

ধারাবাহিক
 
 
 
 মহাপ্রস্থানের পথে
অয়ন দাস


 
|| অষ্টম  পর্ব  ||


 -৪০-

বিপদ কখনো বলে কয়ে, দিন ক্ষন মেনে আসে না। সেটা আসে অতর্কিতে, আচমকা।
ওসলা পৌঁছে, সেখানে তাঁবু ভাড়া করে গোটা রাতটা কাটিয়ে দেবার পরও যখন কোনো সমস্যা হলো না, শ্রীময়ীরা একটু নিশ্চিন্ত ভাবে ব্যাপারটা হাল্কা ভাবে নিয়েছে, তখনই গোলমালটা হলো।

সকালে ওসলাতে বেশ খোঁজখবর করা হলো খানিকটা। কিন্তু শঙ্কর বাবুর কোনো হদিশ পাওয়া গেলো না। কাজেই এর পরবর্তী গন্তব্য, হর কী দুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ওরা। এপথ আরো বেশি বিপদ সঙ্কুল। যত ওপরে চলেছে ওরা, জঙ্গল যেন আরো বেশি বৈচিত্র্যময় ময় হয়ে ধরা দিচ্ছে। পাইন, সিডার, ওকের বনে মেঘের দল খেলা করছে মাঝে মাঝেই। আজও একদম সামনে গাইড ছেলেটি, আর ওর পেছনে শ্রীময়ী। সবশেষে রাতুল আর ডঃ শর্মা। লোকজনের ভিড় একেবারে নেই বললেই চলে।

শ্রীময়ীর মনে কালকের মতোই খটকাটা যেন বার বার এসে ধাক্কা দিচ্ছে। কোথায় যে গোলমাল টা হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না। হর কি দুনের প্রায় কাছাকাছি এসে এবারে ধাঁ করে মনে পড়ে গেল। প্রফেসর নন্দীর হত্যা রহস্যের সময় যখন ওনার সেক্রেটারিকে জেরা করছিলো শ্রীময়ী, সেক্রেটারি ছেলেটির ঘাড়ের কাছে একটা বিশেষ উল্কি দেখেছিলো। সূর্যোদয়ের উল্কি আঁকা যেটা হুবহু এখন এই গাইড ছেলেটার ঘাড়ের কাছে দেখতে পাচ্ছে। এবার বুঝতে পারলো কেন ওর সন্দেহ হচ্ছিলো এতক্ষণ। তার মানে কাল থেকে যে গাইড সেজে এতদূর নিয়ে এলো সে বিকাশ ওরফে বৃষকেতু। আর তাই যদি হয় সুশান্ত বাবুর আশেপাশে থাকাটাও আশ্চর্যের নয়।

খানিক এগিয়েই শ্রীময়ী থমকে দাঁড়ালো। রাতুল আর ডঃ শর্মা কে ইশারায় থামতে বললো। ইতিমধ্যে বৃষকেতু খানিকটা এগিয়ে গেছে। কী সন্দেহ হওয়ায়, থমকে পিছন ফিরে তাকালো।

শ্রীময়ী ইস্পাত কঠিন স্বরে জিজ্ঞেস বললো, " ছদ্মবেশে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না বিকাশ বাবু ওরফে বৃষকেতু সিং। ঠিক কী মতলবে আমাদের সাথে এতটা এলে বলোতো ?"

বৃষকেতু কিছু বলার আগেই দেখতে পেল শ্রীময়ীর হাতে মুহূর্তের মধ্যে একটা পিস্তল এসে পড়েছে। সেটা উঁচিয়ে ধরে কথাগুলো বলছে শ্রীময়ী।

-৪১-

বৃষকেতুর মুখে ক্রূর একটা হাসি খেলা করছে। বুঝতে পারলো আর লুকিয়ে লাভ নেই। এক এক করে নকল দাড়ি গোঁফ পাগড়ি খুলে ধীর কন্ঠে বললো, " সত্যের খোঁজে এসেছি ম্যাডামজী। আমার পরিবারের একটা জিনিস এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে সেটার খোঁজ যে আমার চাই।"
-" শাট আপ", ফোঁস করে ওঠে শ্রীময়ী, " একটা খুনীর মুখে এসব সত্যের কথা মানায় না। এবারে তোমার ভবলীলা সাঙ্গ হবার সময় হয়েছে যে। "

বৃষকেতু নিরুত্তাপ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। পিস্তলের সামনেও সেভাবে ভ্রূক্ষেপ করছে না সে। শ্রীময়ীর পেছনে রাতুল আর ডঃ শর্মা হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে।

এমন সময় একটা কান ফাটানো শব্দ হলো, মনে হলো যেন কোনো বিস্ফোরণ হলো। শব্দের অভিঘাত এতটাই ছিলো যে বেশ কয়েকটা পাথর পাশের পাহাড়ি ঢাল দিয়ে গড়িয়ে পড়লো।

পরমুহূর্তেই শ্রীময়ী হাত চেপে ধরে বসে পড়লো। একটা গুলি ওর পিস্তল ছুঁয়ে চলে গেল আর পিস্তলটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়লো। সজোরে একটা প্রতিঘাত নিমেষে শ্রীময়ীকে কাবু করে দিলো।

পাহাড়ের আড়াল থেকে একটা রিভলবার নিয়ে বেরিয়ে এলেন সুশান্ত সেনগুপ্ত। এতক্ষন আড়াল থেকে সবটা প্রত্যক্ষ করছিলেন। এবার মওকা বুঝে আত্মপ্রকাশ করলেন এই গোটা কর্মকান্ডের আসল খলনায়ক।
-" অনেকক্ষণ ধরেই নাটকটা দেখছি ম্যাডাম। এবারে যে আমার হাতেই যবনিকা পড়বে এ নাটকের", চিবিয়ে চিবিয়ে কথা গুলো বললেন সুশান্ত সেনগুপ্ত।

-" স্কাউন্দ্রেল, কী ভেবেছেন এত করে পার পেয়ে যাবেন ? তাহলে আপনার ধারণা ভুল মিঃ সেনগুপ্ত", ব্যথায় অধীর হয়ে গিয়েও শ্রীময়ী নিতান্ত মনের জোরে এখনো কথাগুলো বলার সাহস পাচ্ছে।

রাতুল ক্রমশ পিছিয়ে আসছিলো। গুলির শব্দে যেখানে পাথর গুলো পড়েছিল, সেদিকেই এক পা এক পা এগোচ্ছিল এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে। অন্তঃত একটা পাথরও এ অবস্থায় সাংঘাতিক কোনো অস্ত্র হতে পারে, এটা ওর মনের কোণে ঘুরছিলো। কোনভাবে যদি কিছু করা যায়....।

বৃষকেতু দাঁড়িয়ে রয়েছে চুপ করে। অপেক্ষা করছে পরবর্তী আদেশের জন্য। সুশান্ত বাবু আরো এগিয়ে এলেন খানিকটা। জিভ দিয়ে চুক চুক করে একটা বিশ্ৰী শব্দ করে বললেন, " তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শ্রীময়ী ব্যানার্জি। এই অবস্থাতেও তোমার মুখে এত বড় বড় কথা বলতে সাহস পাচ্ছ কী করে ? কিন্তু আর যে সময় দেওয়া যাবে না। বৃষকেতু তোমার ফেলে রাখা কাজ টা এবার সেরেই ফেলো আর দেরি কেন। আগে ওই ছেলে মেয়ে দুটোকে খতম কর। তারপর ডঃ শর্মার কাছ থেকে ফলকটা উদ্ধার করতে হবে যে। ওই ফলকের মধ্যেই লুকিয়ে সেই মহা শক্তিশালী অস্ত্রের বীজমন্ত্র যা ব্যবহার করলে গোটা পৃথিবীকে নিজের পদতলে আনা যায়। কম সাধনা করিনি এই পঁচিশ বছর ধরে। আজ আমার সেটা চাই। খালি হাতে তো আর আমি ফিরবো না।"

-৪২-

ডঃ শর্মা চিৎকার করে বললেন, " আপনি পাগল হয়ে গেছেন। ওভাবে কেউ কোনো বীজমন্ত্র দিয়ে কিছু করতে পারে না। তারজন্য দরকার হয় এক গুহ্য জ্ঞানের, কঠিন তপসাধনার যার কোনটাই আপনার মধ্যে নেই।"
-" আঃ... চুপ একদম। বৃষকেতু দেরি করো না। যা বলছি করো", বলে উদ্ভ্রান্তের মতো শূন্যে গুলি চালালো সুশান্ত বাবু।

গুলির শব্দ আর তার মুহুর্মুহু প্রতিধ্বনি কান যেন ঝালাপালা করে দেয়। বৃষকেতু এগিয়ে আসতেই রাতুল একদম পাহাড়ের গা ঘেঁষে দাঁড়ালো। এরই মধ্যে দুটো পাথর সবার অলক্ষিতে হাতে তুলে নিয়েছে সে। শ্রীময়ীকে দেখে কষ্ট লাগছিলো। বেচারা রীতিমতো কাতরাচ্ছে যন্ত্রণায়।

ডঃ শর্মা বললেন, " বৃষকেতু তোমাকে দেখে আমার ভূদেব সিংয়ের ছেলের কথা মনে পড়ে যাচ্ছে। মুখের আদল কী সাংঘাতিক এক রকম যা এই পঁচিশ বছর পরও বার বার ভাবাচ্ছে আমায়। তুমি যেই হও, জেনে রেখো ভূদেব সিংয়ের মৃত্যু একটা হত্যা কান্ড ছিলো। আর তার জন্য দায়ী এই সুশান্ত সেনগুপ্ত। সেদিন আগুন লাগিয়ে ফলকটা হাতানোর তালে ছিলো কিন্তু পারেনি। আজ আবার সেটা নিতে এত কাঠখড় পুড়িয়ে এখানে এসেছে। কিন্তু জেনে রেখো সেটা সুরক্ষিত আছে। কোনো বিপদের আঁচ এসে লাগেনি।"

বৃষকেতু থমকে দাঁড়ালো। এ কী শুনছে সে। এতদিন যা যা শুনে এসেছে সব বুঝি ভুল। সুশান্ত বাবু তাকে তিলে তিলে গড়ে তুলেছেন মিথ্যার আধারে। এ যে অসম্ভব।

-" থামলে কেন তুমি। ওসব মিথ্যে কথা। রাতুল আর শ্রীময়ী কে হত্যা করো আগে। ওটাই তোমার কর্তব্য। জেনে রেখো এটা আগে থেকেই সুনির্দিষ্ট। এতে তোমার কোনো হাত নেই। এরা সবাই এক একটা দুষ্ট আত্মা মাত্র। এদের মুক্তি তোমার হাতেই। যা করছো তা ধর্ম যুদ্ধের অংশ মাত্র", বলে ক্রুদ্ধ ভঙ্গিতে এগিয়ে আসে সুশান্ত সেনগুপ্ত।

বিচলিত বৃষকেতু অসহায় ভাবে দাঁড়িয়ে রয়েছে। ডঃ শর্মা বলতে থাকেন, " মহান কর্ণের বংশধর ছিলেন ভূদেব সিং ঢিলোঁ। ওঁর মৃত্যুর জন্য যে দায়ী তার কথায় বিশ্বাস করো না তুমি। এটা পাপ। এতে কখনও মুক্তি হয় না।"

বিকেলের পড়ন্ত রোদ সামনের উপত্যকায় ঠিকরে পড়ছিলো। একটা মেঘের চাদর সামনে যাবার রাস্তাটা ঢেকে দিয়েছিল এতক্ষণ। রোদ পড়তেই আস্তে আস্তে মেঘ কেটে যেতে লাগলো। আর সেই আলো আঁধারী তে একজন মানুষকে দেখতে পেলো সবাই।

মুখে দাড়ি গোঁফের জটলা, পরনে গেরুয়া বসন। আশ্চর্য উজ্জ্বল চোখদুটো দেখে সবার আগে শ্রীময়ী চিৎকার করে উঠলো, " বাবা....!"

-৪৩-

প্রতিদিনের মতোই বৈকালিক ভ্রমণে বেরিয়েছিলেন শঙ্করনাথ। ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়টা কবেই নাম থেকে মুছে গেছে। রোজই হর কি দুন থেকে এই চত্বরটা একটু হাঁটাহাঁটি করেন। ফাঁকাই থাকে জায়গাটা। খুব কম মানুষজন এদিকে আসেন। কিন্তু আজ এত জটলা কেন ? দ্রুত পায়ে এগিয়ে গেলেন তিনি। আর তখনই দেখলেন দৃশ্যটা- বহুদিনের পুরোনো বন্ধু বিধান শর্মা আর দুটি ছেলে মেয়েকে কব্জা করেছে এক বন্দুকধারী আর তার সহকারী।

মেয়েটাকে খুব চেনা লাগছে যে।

আরো খানিকটা এগিয়ে যেতেই বুকটা ধড়াস করে উঠলো। একি! এ যে তাঁর নিজের সন্তান। তাঁর আদরের শ্রীময়ী।


শঙ্করনাথকে দেখে শ্রীময়ী চিৎকার করে উঠতেই সুশান্ত সেনগুপ্ত একটু হকচকিয়ে গেলো। আর ঠিক এই সুযোগটাই খুঁজছিলো রাতুল। হাতের পাথরটা সবেগে নিক্ষেপ করলো।
অব্যর্থ লক্ষ্য।
সুশান্ত বাবুর হাতের রিভলবারটা ছিটকে পড়ে গেলো। রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন তিনি। দৌড়ে গিয়ে রিভলবারটা হাতে তুলে নিলো রাতুল।

অবাক হয়ে গেছে বৃষকেতু নিজেও। শঙ্কর বাবুকে সে বিলক্ষণ চেনে। তার আপন ফুপরজী। উমা ফুফার স্বামী। ছোটবেলায় কতই না আদরের ছিলো সম্পর্কটা। আজ এতদিন পর এই অবস্থায় তাঁকে দেখে বিস্মিত হয়ে গেলো।

শঙ্কর বাবু বুঝতে পারলেন সবটাই।

-" আজও তুমি ফলকটার জন্য এতটা লোভী। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য বৃষকেতু কে ব্যবহার করেছ তুমি", গর্জে উঠলেন শঙ্কর বাবু।

সুশান্ত বাবু তখন রাতুলের কব্জায়। তখনও রাগে দুঃখে কাঁপছেন। বৃষকেতুর রক্তচক্ষু যেন তাঁকে ভস্ম করতে চাইছে। এতদিন যাকে অন্ধের মতো বিশ্বাস করে এলো, সে যে এতবড় শয়তান, নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে এতটা নীচে নামালো, সেসব ভেবে নিজের ওপর ধিক্কার দিতে ইচ্ছে হলো বৃষকেতুর।

সুশান্ত রাগে ফুসছিলেন। শঙ্কর বাবু বলতে লাগলেন, " সেদিন জনার্দন তোমার মতি গতি বুঝে গিয়ে সাবধান করতে ডেকেছিল ভূদেবকে। আমার সাথে ওর সবসময়ই যোগাযোগ ছিলো, সে যতই আমি লোথালে না গিয়ে থাকি। সেই জন্যই তাঁবুতে ওদের ডাকা হয়েছিলো।
আর তুমি কিনা সেই সুযোগে আগুন লাগিয়ে চলে এলে। এত লোভ। কিন্তু এত করেও তো ওটা তুমি পাবে না। পেলেও অবশ্য তুমি কিছুই করতে পারতে না। বীজমন্ত্র বোঝার ক্ষমতা তোমার নেই। ব্রহ্মশির অস্ত্র কি অত সহজে হস্তগত করা যায়"

-" বেশ করেছি। আমি জানি আমি কী করেছি। বৃষকেতু বোকার মতো এমব কথা বলছে....", মাঝপথেই কথা বন্ধ হয়ে গেলো সুশান্ত সেনগুপ্তর।

দু দুটো গুলি ওঁর বুক আর পেট লক্ষ্য করে চালিয়েছে বৃষকেতু। একটা 'আঁক' করে শব্দ হলো আর গুলির প্রতিঘাতে সুশান্ত বাবুর দেহটা ছিটকে পড়ে গেল সুপিন নদীর অতল খাদে।

-" ত্রি-বিধম নরকসিয়েদম দ্বারাম নাসনম আত্মহঃ কামঃ ক্রোধস তথা লোভাস তাসমাদ তত ত্রয়ম তায়জেত", কথা গুলো ছিটকে বেরোলো বৃষকেতুর মুখ থেকে। তারপরই নিজের পিস্তলটা ফেলে দিয়ে ধপ করে বসে পড়লো সে।

অর্থাৎ লালসা, ক্রোধ এবং লোভ এই তিনটি মানুষকে জাহান্নামের দিকে পরিচালিনা করে। প্রত্যেক বুদ্ধিমান লোককে এগুলি ত্যাগ করতে হবে কারণ এগুলো আত্মার অবক্ষয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বই অন্য কিছু করে না।

-৪৪-

হাঁটু মুড়ে বসে রয়েছে বৃষকেতু সিং ঢিলোঁ। হাউ হাউ করে কাঁদছে সে। সে জানে, যে পাপ করেছে তার কোনো প্রায়শ্চিত্ত হয় না। হয় না কোনো ক্ষমা।

তাকে ঘিরে দাঁড়িয়ে অনেকজন। শ্রীময়ী, রাতুল, ডঃ শর্মা, শঙ্কর বাবু। বহুদিন পর মেয়েকে দেখতে পেয়ে শঙ্কর বাবুর চোখের জল যেন বাঁধ মানতে চায় না। শ্রীময়ীও কাঁদছে অঝোরে। আর বেচারা বৃষকেতু, সে যখন জানলো শ্রীময়ী সম্পর্কে তার বোন হয়, যাকে এতক্ষণ ওই শয়তান সুশান্ত সেনগুপ্তর প্ররোচনায় এতদিন হত্যার পরিকল্পনা করছিল, মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল যেন।

ঠিক তখনই সাংঘাতিক একটা কান্ড ঘটে গেলো। এতক্ষণ পরপর গুলির শব্দ হওয়ার পরই আশপাশের পাথর গুলো কেমন যেন নড়বড় করছিলো, মাটি আলগা হয়ে ওপর থেকে গড়িয়ে আসছিলো। এবার হঠাৎ সশব্দে বেশ বড়সড় কিছু পাথরের চাঁই ধেয়ে এলো ওদের দিকে। সে কী গগন বিদারিত করা আওয়াজ। পাহাড়ের ঢাল বেয়ে ধস নামছে।

যে যেদিকে পারলো ছিটকে গেলো। সরলো না শুধু একজন। বৃষকেতু। নীরবে দাঁড়িয়ে রইলো, আর অচিরেই সেই পাহাড়ি ধস তাকে ঠেলে দিলো অতল খাদের মধ্যে, যেখানে সুশান্ত বাবুও চিরতরে বিলীন হয়ে গেছেন। সকলে চিৎকার করে উঠলেও কেউ কিছুই করতে পারলো না।

একেই বোধহয় নিয়তি বলে। কিছুক্ষণ পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দেখা গেলো রাস্তার ওপর ধস নেমে সামনে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ পাশে শ্রীময়ী, রাতুল আর ডঃ শর্মা, আর অন্যদিকে শঙ্কর বাবু। তিনি আবারও দূরে চলে গেলেন। মুখে একটা অমায়িক হাসি নিয়ে হাত নাড়লেন তিনি। এর অর্থ বড় কষ্টদায়ক। ব্যক্তিস্বার্থের ঊর্ধে উঠে সমাজের জন্য সুরক্ষা প্রদান করা যাতে ভবিষ্যতে আর কোনো সুশান্ত সেনগুপ্ত জন্ম না নিতে পারে।

শ্রীময়ী চিৎকার করে ডাকতে গেলো। কিন্তু শঙ্কর বাবু ফিরলেন না আর। যে দায়িত্ব কাঁধে নিয়ে এতটা পথ এসেছেন, যে মায়া চিরতরে ত্যাগ করেছেন, আর সে পথে আসতে চাইলেন না। শ্রীময়ী এগোতে গিয়েও পারলো না। স্বয়ং হিমালয় বাধা হয়ে দাঁড়িয়েছে যে।

অস্ফুটে একবার ' বাবা' বলে ডেকে উঠলো শ্রীময়ী। কিন্তু না ফিরলেন না তিনি। সব কিছু ত্যাগ করেছেন যে তিনি। নিজের আত্মজার জন্যও ধর্ম থেকে বিচ্যুত হতে পারেন না আর।

-৪৫-

ধীরে ধীরে হর কি দুনের দিকে পা বাড়ালেন শঙ্করনাথ। সামনে দেখা যাচ্ছে এক বিস্তীর্ণ উপত্যকা। আশ্চর্য রঙ্গীন সব পুষ্পের সমাহার। সত্যি যেন ঈশ্বরের বাগান।

শঙ্কর বাবু এগিয়ে যেতে লাগলেন সেই দিকে, যে পথ চলে গেছে স্বর্গরোহিনী শৃঙ্গের দিকে। ডঃ শর্মা মনে মনে প্রণাম জানালেন বন্ধুবরকে। শ্রীময়ী জীবনে দ্বিতীয়বার বাবাকে হারালো এই নিয়ে। রাতুল এসে ওর মাথায় হাত রাখতেই ভেঙে পড়লো ওর বুকে।

ফলকটা সারাজীবনের মতো অলক্ষিতেই থেকে গেলো। সেই বোধহয় ভালো হলো। কিছু জিনিস প্রকাশ্যে না আসাই মঙ্গল। দ্বাপর যুগের স্বাক্ষর নিয়ে কলিযুগ চলে যাচ্ছে নিভৃতে।

দূরে সূর্য ডুবছে বিলম্বিত লয়ে। আর আশিষ মাখিয়ে দিয়ে যাচ্ছে তারই এক বংশধরের সর্বাঙ্গে, শ্রীময়ী আঁকড়ে ধরে থাকে রাতুলকে। বড় ভরসার জায়গা ওর। বাবাকে হারিয়েছে চিরতরে। রাতুলকে যেন হারাতে না হয় কখনও।

বিকেলের পড়ন্ত রোদে স্বর্গরোহিনীর সোনালী চূড়া ঝলমল করছে। এটাই মহাপ্রস্থানের পথ। আর শঙ্কর বাবু যেন স্বার্থক যুধিষ্ঠিরের মতো এগিয়ে যাচ্ছেন সে পথে। তার নীরব সাক্ষী হয়ে তিনটি প্রাণী দাঁড়িয়ে থাকে হিমালয়ের কোলে।


:::::::: সমাপ্ত :::::::::


 

Ayan Das
 

 

ধারাবাহিক - মহাপ্রস্থানের পথে - -অয়ন দাস

 

ধারাবাহিক
 
 
 
 মহাপ্রস্থানের পথে
অয়ন দাস


 
|| ষষ্ঠ  পর্ব  ||

-৩০-

পাটনা থেকে দেরাদুন যাবার ফ্লাইটে বসেছিল শ্রীময়ী আর রাতুল। গতকাল মুকেশ কুমারের খুনের ব্যাপারে লোকাল থানার সাথে শ্রীময়ীর মধ্যস্থতায় কলকাতার পুলিশও জড়িয়ে গেছে। কারণ প্রফেসর নন্দীর হত্যা রহস্য আর মুকেশ কুমারের খুন, অনেকটা একই ছাঁচে মনে হওয়ায় দুটো তদন্ত আলাদা ভাবে না করে একসাথেই করার সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা ঘটনার মুখ্য ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে শ্রীময়ীকে নিযুক্ত করা হয়েছে। একটা খুন যে তাকে এতদূর এমন একটা জটিল রহস্যের সামনে এনে দাঁড় করাবে তাকে তা শ্রীময়ী স্বপ্নেও ভাবেনি।

দেরাদুন যাবার কারণ ডঃ বিধান শর্মার সাথে দেখা করা। ওখানেই ওঁর বসবাস। গতকাল রাতেই ওনার সাথে বিস্তারিত কথা হয়েছিলো এবং পুরো ঘটনা বলার পরই ওনাকে সাবধান করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই অচেনা কারো সাথে অন্তঃত বারো ঘন্টা দেখা না করে। তার মধ্যেই শ্রীময়ীরা ওনার ওখানে পৌঁছে যাবে। তখন সবিস্তারে ওনাকে সমস্ত কিছু ব্যাখ্যা করা যাবে। আর তাছাড়া ওনার কাছ থেকেও বেশ কিছু তথ্য দরকার। তাই যতক্ষণ না শ্রীময়ী এবং রাতুল ডঃ শর্মার বাড়ি পৌঁছচ্ছে, ওনাকে একপ্রকার ঘরবন্দী থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীময়ীর পাশেই রাতুল বসে রয়েছে। আসনটাকে আনত করে মাথাটা একটু পিছনে হেলিয়ে দিয়েছে। ঘুমিয়ে পড়লো নাকি! সত্যি ও যে কি করে জড়িয়ে পড়লো এর মধ্যে সেটাই ভাবছিলো শ্রীময়ী। একটা সময় ওদের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠতে গিয়েও মাঝপথে কোথায় যেন একটা তাল কেটে গিয়েছিলো, সেই আজ তার সাথে এতটা ওতপ্রোতভাবে এই তদন্তে জড়িয়ে সাহায্য করছে। এই কেসে যদি শ্রীময়ী একটুও এগিয়ে থাকে তাহলে সেখানে অনেকাংশেই রাতুলের একটা কৃতিত্ব রয়েছে।

আলতো করে ওর মাথায় হাত ছোঁয়ায় শ্রীময়ী। রাতুলের চুল গুলো একটু এলোমেলো করে দেয়। ওর কোনো সাড়া শব্দই নেই। অঘোরে ঘুমিয়ে পড়েছে। আজ এতদিন পর ওর জন্য কোথাও একটা মারাত্মক টান অনুভব করে। যেন মনে হয় রাতুলকে আঁকড়ে বোধহয় আবার স্বপ্ন দেখতে পারে সে। এবারে কিছুতেই সম্পর্কটাকে দূরে ঠেলে দিতে মন চায় না।

পরক্ষণেই কোনো এক অজানা ভয় এসে চেপে ধরে শ্রীময়ীকে। বাবার কথা মনে পড়ে যায়। কতদিন মানুষটাকে দেখেই নি সে। বছর খানেক আগে যখন হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন শুধু একটা চিঠি রেখে গিয়েছিলেন শ্রীময়ীর জন্য। বড় ভাষা ভাষা ছিল সে চিঠি-
" তোমার জন্য রেখে যাচ্ছি একটা সুন্দর ভবিষ্যত। এতগুলো দিন যে তোমায় আঁকড়ে রেখেছি, এবার খানিক নিশ্চিন্ত হতে পেরেছি যে তুমি নিজেই নিজের আত্মরক্ষা করতে সক্ষম। এবার আমি চললাম মহাপ্রস্থানের পথে, এক মহার্ঘ্য কে সঙ্গে নিয়ে। উদ্দেশ্য একটা পরম্পরাকে আজীবন সুরক্ষিত করে যাওয়া। জানিনা আর দেখা হবে কিনা, তবে এটুকু বলে যাই সৎপথে থেকো, দেশের স্বার্থে দশের জন্য নিজেকে সমর্পণ করো।"

এ লেখা সে অনেকবার পড়েছে। মাথামুন্ডু বোঝেনি। কী সেই বিশ্বাস যা তাঁকে সুরক্ষিত করতে এমন ভাবে চলে যেতে হলো। 'মহাপ্রস্থান'- শব্দটা খুব চেনা। মহাভারতে পাণ্ডবরা সমস্ত দায়িত্ব ভার তাদের উত্তর পুরুষের হাতে তুলে দিয়ে হিমালয়ের পথে চলে গিয়েছিল। কিন্তু তার বাবা কেন এরকমটা লিখলেন? আর মহার্ঘ্য বলতে ঠিক বোঝাতে চেয়েছেন, এসব বহু চেষ্টা করেও কোনো অর্থ খুঁজে পায়নি শ্রীময়ী।

-" কীরে কী এত ভাবছিস ?", রাতুলের প্রশ্নে চমকে ওঠে শ্রীময়ী। ওর এতক্ষণে ঘুম ভাঙলো।
-" না কিছুনা। তোর ঘুম হলো ?", মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলো শ্রীময়ী। ওর এই হাসিটা সত্যি মন কেড়ে নেয় যেন।
-" হ্যাঁ ভালোই হলো একচোট। আর বোধহয় বেশিক্ষণ নেই ল্যান্ড করতে ?", একটু আড়মোড়া ভেঙে বললো রাতুল।
-" আধঘন্টা মতো আছে।"
-" হুম, কি অদ্ভুত তাই না রে শ্রী ?"
-" কোনটা অদ্ভুত ?"
-" এই যে এমন একটা তদন্তে যাচ্ছি যেটার সাথে মহাভারত, ভগবদগীতা সব মিলে মিশে একাকার হয়ে আছে আর যে ফ্লাইটে এখন যাচ্ছি তার নম্বর খানাও কি অদ্ভুত ভাবে মিলে মিশে যাচ্ছে এসবের সাথে!", নিজের বোর্ডিং পাশ টা কোলের ওপরে রাখা ছিলো রাতুলের, সেদিকে তাকিয়েই কথা গুলো বললো রাতুল। "
-" মানে ? এর সাথে ফ্লাইট নম্বরের কি সম্পর্ক ?", জিজ্ঞেস করলো শ্রীময়ী।
রাতুল একটু ভেবে নিয়ে বললো, " 6E, 0108- এটাই নম্বর তো ?"
-" হ্যাঁ, কিন্তু...", শ্রীময়ী কে শেষ করতে না দিয়েই রাতুল বললো, " 1080 সংখ্যা টা খুব চেনা চেনা মনে হচ্ছে না ?"
-" মহাভারতের দিক থেকে দেখলে শ্রীকৃষ্ণের ১০৮ নাম মনে আসে।"
-" হ্যাঁ। ঠিক তাই। এই ১০৮ সংখ্যাটি খুব পবিত্র ধরা হয় বুঝলি। পৃথিবী আর সূর্যের মধ্যে যা দূরত্ব তা ঠিক সূর্যের ব্যাসের ১০৮ গুণ। আবার চাঁদ আর পৃথিবীর দূরত্ব হলো চাঁদের ব্যাসের ১০৮ গুণ। এবার এই ১ আর ৮ যোগ করলে দাঁড়ায় ৯ যা বৈদিক যুগে সর্বোত্তম সংখ্যা হিসেবে ধরা হতো। সে যুগে অনেক কিছুই ১ আর ৮ দিয়ে চিহ্নিত করা হতো। যেমন মহাভারতে ১৮ টি পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধ ১৮ দিন ধরে হয়েছিলো। এরকম কত হাজারো ব্যাখ্যা সংখ্যাতত্ত্ব দিয়ে নির্ণয় করা যায়। কাজেই এসব কে কি নিছক গল্প গুজব বলে ঠাওড়ানো যায় ?"

রাতুলের এই অসাধারণ বিশ্লেষণ শ্রীময়ীকে শুধু মুগ্ধই করলো না, ওর এই ব্যাখ্যা যেন এই কেসটাকে নতুন ভাবে চিনতে শেখাল শ্রীময়ীকে।

শ্রীময়ী চুপ করে শুনে গেলো কথাগুলো। হঠাৎই ওর একটা কথা মনে এলো। প্রফেসর নন্দীর বাড়ির ঠিকানাটার মধ্যেও কি অদ্ভুত সমাপতন। বাড়ির নাম 'পাঞ্চজন্য', মানে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম, আর সেটা অবস্থিত '১০/৮, আর ব্যানার্জি রোড'- ১০/৮ ; এখানেও সেই ১০৮ সংখ্যাটা কি কাকতলীয় ভাবেই না এসেছে।

এখন আর এটাকে শুধুই কোনো হত্যা রহস্য বলে ভাবতে পারা যাচ্ছে না। এর মধ্যে ঢুকে গেছে ইতিহাস, পুরাণ সব কিছু। নিছক সিরিয়াল কিলিং বলে ভাবতে শুরু করেও, রাতুলের এই কথাগুলো শুনে হোঁচট খেলো শ্রীময়ী।

-৩১-

দেরদুন এয়ারপোর্ট থেকে ডঃ বিধান শর্মার বাড়ি মাইল তিনেক মতো হবে। ওদের গাড়ি যখন ঢুকছে ডঃ শর্মার বাড়ি তখন বেলা পড়ে এসেছে অনেকটা। শ্রীময়ী গাড়ি থেকে নামতে না নামতেই ফোন করলো ডঃ শর্মাকে, যাতে উনি নির্দ্বিধায় দরজা খুলতে পারেন। উনি বোধহয় ফোনের জন্যই অপেক্ষা করছিলেন। প্রায় একরকম ছুটে এসেই দরজা খুললেন। শ্রীময়ী পরিচয় পত্র দেখিয়ে যখন ভেতরে এলো, ওনার বাড়ির মিউজিক্যাল ঘড়িতে দুপুর তিনটে বাজছে।

দেরাদুনে এর আগে রাতুল বা শ্রীময়ীর কেউই আগে আসেনি। রাতুল একবার হরিদ্বার এসেছিল বটে, কিন্তু উত্তরাখণ্ড বলতে ওই শেষ আসা। তাছাড়া খুব একটা এ চত্বরে আসেনি কোনোদিন। এদিকটা ওয়েদার বড় মনোরম। গরমও নেই। আবার ঠিক ঠাণ্ডাও বলা যায় না।


-" আচ্ছা পঁচিশ বছর আগে গুজরাটের লোথালে ঠিক কি হয়েছিলো বলুন তো ডঃ শর্মা ? দয়া করে কোনো কথা গোপন করবেন না। এর আগে পরপর দুটো খুন হয়ে গেছে। ঈশ্বর না করুন তৃতীয় ভিকটিম হবার সম্ভাবনা কিন্তু আপনার ওপরেই প্রবল ভাবে বর্তায়। কাজেই কো- অপারেট করুন প্লিজ", শ্রীময়ী ডঃ শর্মার উদ্দেশ্যে কথাগুলো বললো।

সন্ধ্যায় ডঃ শর্মার বাড়িতে একটা গভীর আলোচনায় তিনজনেই মগ্ন ছিলো। বাইরের অজানা বিপদ কখন যে ওঁৎ পেতে বসে থাকবে কেউ জানে না। সময়মতো বিধান বাবুর বাড়িতে আসতে পেরেছে ওরা এটাই অনেকটা নিশ্চিন্তির বিষয়।

শ্রীময়ীর প্রশ্নের উত্তরে ডঃ শর্মা একটু থম মেরে বসে রইলেন খানিক। শ্রীময়ী আবারো জিজ্ঞেস করলো, " দয়া করে বলুন। এই কেসটা আর পাঁচটা সাধারণ কেসের মতো নয় কিন্তু। আপনার কাছ থেকে কথাগুলো জানা দরকার স্যার।"

ডঃ শর্মা একটু মনে করার চেষ্টা করলেন। তারপর বলতে লাগলেন-
" পঁচিশটা বছর বড় কম সময় নয়। কিন্তু সেসব ঘটনা বার বার মন থেকে দূর করতে চাইলেও ভুলতে পারিনি। লোথালে আমরা গিয়েছিলাম মোহেঞ্জোদারোর কিছু অবশেষ দেখতে। নতুন করে পারমিশন নিয়ে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিলো। আমি, মুকেশ আর জনার্দন পুরোভাগে ছিলাম এই অভিযানে।"
-" তারপর ?", শ্রীময়ী জিজ্ঞেস করলো।
-" সেই কাজের সূত্রে আমাদের সাথে আলাপ হয় ভূদেব সিংয়ের সাথে। উনিও আমাদের কাজে সহায়তা করছিলেন। ব্যক্তিগতভাবে উনি জনার্দনের পূর্ব পরিচিত ছিলেন। আমার সাথে সেই আমার প্রথম দেখা।"
-" আচ্ছা আপনারা কি কোনো পোড়ামাটির ফলক নিয়ে গবেষণা করছিলেন, মানে এমন একটা ফলক যাতে কৃষ্ণার্জুনের রথচিত্র খোদাই করা?"

ডঃ শর্মা একটু অবাক হয়েই তাকালেন দুজনের দিকে।

-" আপনারা তাহলে জানেন যে ব্যাপারে। দেখুন প্রথমে আমি কিছুই জানতাম না। পরে ভূদেব সিং নিজেই দেখিয়েছিল সেটা। ওটা নাকি ওদের বংশের অভিজ্ঞান। ভূদেব সিং ও তার পরিবার বহু বছর ধরে রক্ষা করে এসেছে সেই ফলকটাকে।"
-" কিন্তু এটার এত গুরুত্বপূর্ণ হবার কারণ কি ?", রাতুল জানতে চাইলো।

ডঃ শর্মা বললেন, "তার আগে বলি মহাভারতের যুদ্ধের পর আর্যাবর্তে অর্জুন পৌত্র পরীক্ষিত এবং তার বংশধরেরা প্রধানত শাসন চালিয়ে যেতে থাকে এটা বোধহয় অনেকেই জানেন। কিন্তু এটা কি আপনাদের জানা আছে যে পরবর্তী কালে আরো একটি জনজাতি, পরীক্ষিত এবং তাঁর বংশধরদের সর্বোতভাবে সাহায্য করে যায় শাসনক্ষেত্রে এবং যুদ্ধক্ষেত্রে।
এঁরা হলেন মহান কর্ণের বংশধরেরা। হ্যাঁ মহানই বটে। মহাভারতের শ্ৰেষ্ঠ যোদ্ধা আমি মনে করি অর্জুন নয়, তিনি হলেন কর্ণ। শুধু ভাগ্যের পরিহাস আর রাজনৈতিক স্বজনপোষনের স্বীকার হয়ে যাঁর নায়ক হয়ে ওঠা হয়নি।
সেই কর্ণের বংশধরেরা যুগ যুগ ধরে একটা সত্য নিজেদের কাছে লুকিয়ে আসছে। সে এমন এক নিগূঢ় জ্ঞান, এক অসামান্য বীজমন্ত্র যা শুধু বংশ পরম্পরায় তাদের কাছেই গচ্ছিত রয়েছে। এর প্রয়োগে গোটা বিশ্ব করায়ত্ত হওয়া সম্ভব।"
-" আদপে সেটা কিসের বীজমন্ত্র ছিলো ?"
-" আপনারা ব্রহ্মশির অস্ত্রের নাম শুনেছেন, যা  মহাভারতে অশ্বথামা প্রয়োগ করে পাণ্ডবদের সমূলে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ সেটা রুখে দিয়ে নতুন করে গোটা পৃথিবীর জীবনদান করেছিলেন। পরবর্তী কালে এই অস্ত্রের
জ্ঞান শ্রীকৃষ্ণ প্ৰদান করে যান কর্ণের পুত্র বৃষকেতুকে। তারপর থেকে সেই জ্ঞান বা বীজমন্ত্রটি অঙ্গরাজ কর্ণের প্রতিটি বংশধরেরা সযত্নে রক্ষা করে আসছে পারিবারিক একটি অভিজ্ঞানের দ্বারা। এই ফলকটা হলো সেই অভিজ্ঞান। এর মধ্যেই লুকিয়ে রয়েছে সেই বীজমন্ত্র যা ওই অমোঘ অস্ত্রের প্রয়োগ করতে ব্যবহৃত হয়। ওই সঙ্কেত আর ছবি সেটাই নির্দেশ করে। আর এই 'ঢিলোঁ' সম্প্রদায়ের লোকজন হলো অঙ্গরাজ কর্ণের বংশধর। একথা কিন্তু ঐতিহাসিক ভাবে সত্য।"
-" কিন্তু তা কী করে সম্ভব ? মানে সেযুগে কি ফলকে খোদাই করে রাখার চল ছিলো ? সবটাই তো হতো মুখে মুখে শুনে"।
-" না সেযুগে ছিলো না। কিন্তু পরবর্তী কালে খোদাই করা হয় যাতে কালের গর্ভে হারিয়ে না যায়। পরম্পরাকে অক্ষত রাখাই মুখ্য উদ্দেশ্য। হাজার হোক এ আমাদের এক সোনালী ইতিহাসের স্বাক্ষর। কোনো পশ্চিমী আরোপিত ধারণা নয়, সেটা প্রমাণ করবার জন্যই এই ফলকের নির্মাণ করা হয়েছিলো বলে আমি মনে করি।"

এবারে শ্রীময়ী প্রশ্ন করলো, " কিন্তু কর্ণর বংশধরেরাই কেন ? অন্য কেউ নয় কেন ?"

ডঃ শর্মা বললেন, " কারণ তিনিই তো জ্যেষ্ঠ পাণ্ডব। তাই তাঁর পুত্রদেরই এই জ্ঞান প্রদান করে যাওয়া হয়। পরবর্তী কালে কুরু পাণ্ডবদের বংশধরেরা কালের গর্ভে হারিয়ে গেলেও 'ঢিলোঁ' রা কিন্তু সগৌরবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এরা যোদ্ধা হিসেবে ছিলো অতুলনীয়। এমনকী ব্রিটিশ রাজের বিরুদ্ধে এই 'ঢিলোঁ' সম্প্রদায়ের লোকজন যে বিদ্রোহ গড়ে তোলে তা বলতে গেলে ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলো। কাজেই ইতিহাসে এদের গুরুত্ব অনেক। দিল্লী শহরের নামকরণ তো এঁরাই করেছিলেন।
'ঢিলোঁ' বংশের এক রাজা ঢিল্লু তৎকালীন ইন্দ্রপ্রস্থের কাছে 'ঢিল্লি' শহরের ব্যুৎপত্তি ঘটান যা আজকের দিল্লী নামে পরিচিত।
আর কি অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষের সর্বশেষ এবং বর্তমান রাজধানী সেই দিল্লীই হয়ে গেল শেষমেশ।"

-৩২-

রাতুল এতক্ষণ মন দিয়ে সবটা শুনছিলো। এবারে জিজ্ঞেস করলো, " সবই তো বুঝলাম, কিন্তু ভূদেব সিংয়ের কাছে এই ফলকটা এলো কীভাবে ?"
-" ভূদেব সিং এই বংশেরই লোক। কাজেই ওনার কাছে এরকম কোন ফলক থাকাটা মোটেই আশ্চর্যের না।"

শ্রীময়ী সবটা শুনে প্রশ্ন করলো, " আচ্ছা একটা নিউজ দেখেছিলাম লোথালে নাকি একটা ভয়াবহ অগ্নিকান্ড ঘটে, সেই ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন।"
-" দেখুন ওটা আমার মতে পুরোটাই ইচ্ছে করে ঘটানো হয়েছিলো। ওই ফলকটার ব্যাপারে একটু বেশি জানাজানি হয়ে যাওয়ার ফলেই ওটা ঘটানো হয়", বেশ স্পষ্ট করেই কথা গুলো জানালেন ডঃ শর্মা।
-" কে এরকম ঘটিয়েছিল বলে মনে হয় আপনার ?"
-" ওই ট্রিপ টায় একজন সাংবাদিক ছায়ার মতো লেগেছিলো আমাদের সাথে। মূল উদ্দেশ্য অবশ্য ছিলো একটা স্টোরি করবার। কিন্তু ফলকটার কথা জানতে পেরে, ওটার ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে জানতে পেরে সেটা হাতানোর জন্য সবরকম চেষ্টা করেছিল। সরাসরি প্রমাণ আমার কাছে নেই। কিন্তু আমি জানি ওটার প্রতি ওনার কী পরিমাণ লোভ ছিলো। সেই জন্যই আগুন লাগিয়ে একটা ম্যাসাকার করে ফাঁক তালে ফলকটা নিয়ে নেবার একটা প্ল্যান বানিয়েছিল। "
-" তাহলে ফলকটার কী হলো শেষ অব্দি?", প্রশ্ন করলো রাতুল।
-" সুশান্ত বাবু শেষ অবধি ওটার নাগাল পায়নি। সেই অগ্নিকুন্ড থেকে আমরা তিনজন কোনক্রমে রক্ষা পাই। জনার্দন প্রানের ঝুঁকি নিয়ে ফলকটিকে উদ্ধার করেছিলো। শুধু একটাই আক্ষেপ, ভূদেব সিং আর তার স্ত্রী দুজনেই সেখানে তখন উপস্থিত ছিলো। ওদের আমরা বাঁচাতে পারিনি। আর সুশান্ত বাবু ততক্ষণে গায়েব হয়ে গিয়েছিলেন কোনো কিছুই করতে না পেরে।"

শ্রীময়ী অবাক হয়ে প্রশ্ন করলো, " কিন্তু সুশান্ত বাবু যে বললেন ওখানে আপনাদের মধ্যে কোনো অশান্তি হয়েছিলো, আপনারা নাকি জোর করে ফলকটা নেবার চেষ্টা করেছিলেন, বলে..."
-" মিথ্যে কথা, ওই লোকটা অত্যন্ত ঝানু। এসব কিছু বানিয়ে বলেছে। ওই এসবের পেছনে রয়েছে। কর মতো দুমুখো সাপ আর দুটি নেই। ওখান থেকে ফেরত আসার পরও বহুদিন ছিনে জোঁকের মতো লেগেছিলো আমাদের পেছনে, শেষমেশ কিছু উদ্ধার করতে না পেরে হাল ছেড়ে দেয়।"
-" বুঝলাম। তারপর কী হলো?"
-" জনার্দন বেশ কিছুদিন ওটা নিজের কাছেই রেখে দিয়েছিলো। ওটার নিরাপত্তা নিয়ে এতটাই চিন্তিত ছিলো যে কোনো এক জায়গায় বেশিদিন থাকতো না, পাছে ওটার ওপর কোনো বিপদ আসে। তার ওপর সুশান্ত যেভাবে পেছনে লাগে ওটা কাছে রাখা আর সেফ ছিলো না। শেষমেশ ও ওটার যোগ্য উত্তরাধিকারী কেই সমর্পণ করে দেয় ফলকটা।"
-" কার কাছে?", অধীর আগ্রহে জিজ্ঞেস করে শ্রীময়ী।
-" ভূদেব সিংয়ের বোন উমার কাছে। সে তখন কলকাতাতেই থাকতো।"
-" কী নাম বললেন উমা !" চমকে ওঠে শ্রীময়ী।
-" হ্যাঁ, উমা আর ওর স্বামী সযত্নে সেটাকে রক্ষা করে কিছু কাল, তারপর উমা মারা যাবার পর থেকে সেটা ওর স্বামীর কাছেই আছে।"

শ্রীময়ীকে হঠাৎ করে প্রচন্ড উত্তেজিত লাগছে যেন। চোখ দুটো স্থির ভাবে তাকিয়ে ডঃ শর্মার দিকে। রাতুল ওর মধ্যে এই পরিবর্তনটা দেখে বেশ অবাক হয়ে গেলো।

শ্রীময়ী জিজ্ঞেস করলো, " এই ভূদেব সিংয়ের নিজের বোন উমা, এনার স্বামীর নামটা কী ছিলো জানতে পারি ?"
-" কলকাতার একজন নাম করা সায়েন্টিস্ট ডঃ শঙ্কর ব্যানার্জি।"

-৩৩-

-" ওরা যে এখানে এসেছে সে ব্যাপারে আমি নিশ্চিত", বৃষকেতু কথা বলছিল ফোনে। ওপাশের গলাটা আজ স্বাভাবিকের থেকে একটু যেন বেশি উদ্বেগপূর্ন। চিন্তিত স্বরে বললেন বৃষকেতুর এই ধর্মযুদ্ধের নেপথ্যে থাকা সারথি, " তাহলে সেই সুযোগটা নিও তুমি। মনে রেখো ওরা এতদূর যখন আসতে পেরেছে ওদের অগ্রাহ্য করাটা কিন্তু মুর্খামি হবে।"
-" তাহলে ?"
-" আমি চাই এবারে তুমি পুরো বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করো। আমার দেরাদুন পৌঁছতে মধ্যরাত হয়ে যাবে। তার মধ্যে ওদের প্রত্যেকটি মুভমেন্ট আমার জানা দরকার। সেই মতো আমি দেরদুন থেকে রওনা হবো। সময় মতো তোমার সাথে আমার মোলাকাত হবে। জেনে রেখো, এটাই অন্তিম সুযোগ। বিধান শর্মার কাছ থেকে যাবতীয় তথ্য নিয়ে সরাসরি যুদ্ধে নামতে হবে বৃষকেতু। তোমার পরিবারের ধ্বংসের কারণ হিসেবে শুধুমাত্র এই লোকটিই বাকি রয়েছে। বাকিদের কর্মফল তাদের নিজ গন্তব্যে নিয়ে গেছে। একমাত্র ডঃ শর্মাই বলতে পারবে ফলকটা এই মুহূর্তে কোথায় এবং কার কাছে রয়েছে। ওটা যেভাবে হোক হস্তগত করতেই হবে। সময় খুব বেশি আর আর হাতে নেই।"
-" ঠিক আছে। আমি সময়মতো সব আপনাকে জানাচ্ছি।"
-" ঈশ্বর তোমার সহায় হোন।"

ফোনটা রেখে এগিয়ে গেলেন সুশান্ত সেনগুপ্ত। দিল্লী এয়ারপোর্টে এসেই বৃষকেতুর সাথে কথা বলে নেওয়াটা জরুরী ছিলো, কারণ এরপরের পদক্ষেপটা হয়তো বৃষকেতুকে একাই নিতে হবে। যতক্ষণ বিধান শর্মা জীবিত আছেন কোনো ভাবেই তাঁর সামনে আসা চলবে না। তাহলে এতদিন তিল তিল করে গড়ে ওঠা এত পরিকল্পনা সবকিছু ভেস্তে যাবে। সেটা কিছুতেই হতে দিতে পারেন না সুশান্ত সেনগুপ্ত। পঁচিশ বছর আগে খালি হাতেই ফিরতে হয়েছিল। এবার আর কোনো ভুল করবেন না। কিছুতেই না। বৃষকেতুকে তুরুপ করে এতদিন ঘুঁটি সাজিয়েছেন তিনি। পন্ডশ্রম হতে দিতে পারেন না কিছুতেই।

ইতিমধ্যে তাঁর ফ্লাইটের ঘোষণা হয়ে গেছে। দেরাদুনগামী বিমান যে টার্মিনাল থেকে ছাড়বে সেদিকেই এগিয়ে গেলেন তিনি।

-৩৪-

-" হোয়াট! কী বলছেন আপনি ?", শ্রীময়ী মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে উঠলো ডঃ শর্মার কাছে নিজের বাবার নাম শুনে। ওর চোখদুটো লাল হবে গেছে সব কথা শুনে, " এ হতেই পারে না, আপনি মিথ্যে বলছেন।"

ডঃ শর্মাও অবাক হয়ে গেছেন। বললেন, " মিথ্যে বলবো কেন। শঙ্করকে আমি অনেক দিন ধরে চিনি। উমার সাথে ওর বিয়ের পর আমরা একসাথে কত আড্ডা মেরেছি, সেসব দিনগুলো আজ ভুলতে পারিনা। মেয়ের জন্ম দিতে গিয়ে উমা যেদিন মারা যায়, শঙ্করের সেই কান্না আজও আমায় বিহ্বল করে দেয়। এসব যে সত্যি কথা এর কী প্রমাণ আপনাকে দি বলুন তো, যদি আপনার বিশ্বাস না হয়।"

শ্রীময়ী তখনো স্বাভাবিক হয়নি। ওর মধ্যে আবেগের এমন বহিঃপ্রকাশ ডঃ শর্মাকে বিভ্রান্ত করে দেয়। উনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন খানিক।

খানিকটা পর ধাতস্থ হলো শ্রীময়ী। তারপর চোখের কোণ থেকে গড়িয়ে আসা অশ্রুবিন্দুটা নিজের হাতেই মুছে নিয়ে বললো, " সরি, আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আপনি বোধহয় জানেন না যে ডঃ শঙ্কর ব্যানার্জি আমার বাবা। আমার সবথেকে আপনজন। আর মায়ের নামটুকুই জানি খালি। উমা। ওই জন্যই তো বাবা আমার নাম রাখেন শ্রীময়ী।
কয়েকটা ছবি ছাড়া ওনার কোনো স্মৃতি আমার কাছে নেই।"
-" না না না সরি কিসের বেটি। তুমি বোধহয় আমায় চিনতেই পারো নি। চেনার কথাও নয় যদিও। শঙ্করের সাথে আমার পরিচয় অনেকদিনের। তোমাদের বাড়ি গেছি বেশ কয়েকবার। আমারই ভুল যে সেই ছোট্ট মেয়েটা আজ এতবড় হয়ে গেছে যে চিনতেই পারিনি", বলে সস্নেহে শ্রীময়ীর মাথায় হাত রাখলেন ডঃ শর্মা।

শ্রীময়ী আর ধরে রাখতে পারল না নিজেকে। ঝর ঝর করে কেঁদে ফেললো। একটাই কথা অস্ফুটে বলতে লাগলো বারবার, " বাবা যে আজ প্রায় বছর খানেক নিখোঁজ। কোন খোঁজ আমি পাইনি হাজার চেষ্টা করেও। কিন্তু স্বপ্নেও এটা ভাবিনি যে এই কেসের সমাধান করতে এসে আমায় শেষ পর্যন্ত বাবার সম্মুখীন হতে হবে। কে জানে কোথায় আছে মানুষটা।"

তারপর শ্রীময়ী এক এক করে ওর বাবার চলে যাওয়া, শেষ চিঠিটার কথা সব বললো। ডঃ শর্মা সব শুনে বললেন, " তার মানে যে মহার্ঘ্য টিকে নিয়ে গেছেন উনি, সেটা ওই দুর্মূল্য ফলকটাই। ওটার নিরাপত্তা নে সমস্ত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধে সেটা শঙ্কর ছাড়া কেই বা ভালো বুঝবে।"
-" কিন্তু কেন ? নিয়ে গেছেন কেন ? আর কোথায়ই গেছেন ? কিছুই তো জানি না আমি শর্মা আঙ্কেল। বাবার কোনো খবরই আমার কাছে যে নেই", সজল চোখে বললো শ্রীময়ী।
-" আমায় বেশ কিছুদিন আগে একটা লেটার পাঠিয়েছিল। ফোন নম্বর ছিলো না আমার কাছে, কাজেই সেভাবে যোগাযোগ আর হয়ে ওঠেনি শেষের দিকে। ওয়েট আমি চিঠিটা নিয়ে আসছি।"

রাতুল আর শ্রীময়ী কে বসতে বলে ডঃ শর্মা নিজের স্টাডিরুমের দিকে এগিয়ে গেলেন চিঠিটার খোঁজে...।




|| সপ্তম   পর্ব  ||


-৩৫-

একটু পরেই ডঃ শর্মা নিজের স্টাডিরুম থেকে শঙ্কর বাবুর পাঠানো চিঠিটা নিয়ে এসে দেখালেন ওদের। তেমন কিছু লেখা নেই। শুধুই কিছু খবরাখবর নেওয়ার কথা রয়েছে। আর ওঁর নিজের মেয়ের জন্য উদ্বেগ ধরা পড়েছে প্রতিটি ছত্রে। কেমন আছে সে, কী করছে এসব নিয়ে শঙ্কর বাবুর উদ্বেগের অন্ত ছিলো না।
আসলে ওনার ফিরে আসার কোনো উপায় ছিলো না। তার একটা বড় কারণ ওই ফলকটা সঙ্গে থাকলে ওনার এবং ওনার পরিবারের ওপরে সঙ্কট আসতে পারে। সেই জন্যই এই অজ্ঞাতবাস।

চিঠিটা পড়ে শ্রীময়ী কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলো। চোখের কোণে জলের রেখাটা দেখতে পেলো রাতুল। সে শ্রীময়ীর পাশে এসে দাঁড়ালো। বললো, " চিন্তা করিস না শ্রী। এতদূর যখন এসেছি এর শেষ দেখেই ছাড়বো। আর সম্ভব হলে সেই সাথে তোর বাবার খোঁজটুকুও অবশ্যই নিয়ে আসবো। কথা দিলাম।"

মুখটা তুলে একবার তাকালো শ্রীময়ী। ওর চোখ দুটো ভেজা। কাঁদছে না, কিন্তু গভীর এক দৃষ্টি সে চোখে। আজ ওর পাশে ওর বাবা না থাকলেও এমন মানুষেরা আছেন যারা ওকে ভরসা দিতে পারে, এগিয়ে যাবার প্রেরণা দিতে পারে। এটাই অনেক নয় কি !

-" আচ্ছা এই চিঠিটা যে ঠিকানা থেকে এসেছে, সেখানে একবার খোঁজ করলে হয় না ?", জিজ্ঞেস করলো রাতুল।
-" এড্রেসটা বলছে তালুকা গ্রাম উত্তরাখণ্ডে। এখান থেকে মোটামুটি একশো পঁচিশ মাইল হবে জায়গাটা।"
-" তাহলে তো কাল ভোর ভোর রওনা হলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারি। কারণ এই হত্যালীলা বন্ধ করতে বা অপরাধীকে ধরতে হলে ওনার কাছে পৌঁছনো আবশ্যক। কী বলেন ডঃ শর্মা ?", জানতে চাইলো রাতুল।
-" গুড আইডিয়া। কালই বেরিয়ে পড়া যাক তাহলে", বলে উঠলেন ডঃ শর্মা।

শ্রীময়ীও ঘাড় নেড়ে সায় দিলো। কিছু বললো না মুখে। ওই একমাত্র জানে ওর মনের মধ্যে কী চলছে।

দেরাদুন শহরে রাত নেমেছে। এখনো অনেকটা পথ যেতে হবে। রহস্যময় উপত্যকা আজ বড় নিস্তব্ধ, চুপচাপ। কেউ জানে না কী হতে চলেছে। শুধু এক নতুন ভবিষ্যৎ যেন উঁকি মারে নক্ষত্র খচিত আকাশের কালো পর্দা সরিয়ে।

স্বপ্নেরা কখনো মরে না। জেগে থাকে নিদ্রাহীন ভাবে।

-৩৬-

ঠিক সকাল সাড়ে ছটা নাগাদ গাড়ি এসে পড়লো। ড্রাইভার মুকুন্দ রাঠোর আগের দিনই রাতুলদের দেরাদুন এয়ারপোর্ট থেকে ডঃ শর্মার বাড়ি নিয়ে এসেছিলো। রাতুল ওনার ফোন নম্বরটা নিয়ে রেখেছিলো। তাই আগেরদিন রাতেই ওকে বলে দেওয়ায় একদম সময়মতো এসে উপস্থিত হলো।
প্রত্যেকে তৈরি হয়েই ছিলো। বেশ খানিকটা খাবার দাবার সঙ্গে নিয়ে নিলো সবাই। এতটা দীর্ঘ পথ যেতে হবে, বলা যায় না পথে কখন কোথায় কী হয়।

শ্রীময়ী সকাল থেকেই মাঝে মাঝে উদাস হয়ে যাচ্ছে, আবার পরক্ষনেই চঞ্চল হয়ে পড়ছে। সেটা কি এতদিন পর বাবাকে খুঁজে পাওয়ার উত্তেজনা নাকি এই দুর্দান্ত কেসের পরিসমাপ্তির পথে যেতে পারার আনন্দ বোঝা যাচ্ছে না। সেই সাথে নিজের একটা অন্য পরিচয় পাবার মত অনন্য ব্যাপারও রয়েছে।

'ঢিলোঁ' সম্প্রদায়ের রক্ত তার গায়েও বইছে, যাদের আদপে মহান কর্ণের বংশধর বলা হয়ে থাকে। সূর্যদেবের বংশধর বলেই কি ভোরের ওই রক্তবর্ণ দিবাকর অত প্রিয় তার ? সূর্যপ্রণামে খুঁজে পায় এক নিবিড় সান্ত্বনা। কি আশ্চর্য এই কালচক্র যা মহাভারত আর বর্তমান সময়কে মিলিয়ে দিচ্ছে নির্বিশেষে!

হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই ভাবনায় ছেদ পড়লো শ্রীময়ীর। বাংলায় কথোপকথন হচ্ছে দেখে রাতুল বুঝতে পারলো সম্ভবত কলকাতার অফিস থেকে কোনো ইনফরমেশন আছে। কিছুক্ষণ কথাবার্তা হবার পর শ্রীময়ীর চোয়ালদুটো শক্ত হয়ে হয়ে এলো। মিনিটখানেক পর, " ঠিক আছে দেখছি আমি", বলে ফোনটা কেটে দিয়ে বাইরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলো।

-" কী ব্যাপার রে, এনি প্রবলেম ?", রাতুল জিজ্ঞেস করলো।
ডঃ শর্মাও উদগ্রীব হয়ে তাকিয়ে আছে শ্রীময়ীর দিকে।

খানিকক্ষণ পর শ্রীময়ী বলে উঠলো, " ওই স্কাউন্দ্রেল সুশান্ত পুরোপুরি মিথ্যে বলেছিলো। ওর ওসব অসুস্থতা একটা ভণিতা মাত্র। আমার সোর্স বলছে ও ফ্লাইটের টিকিট কেটে দেরাদুন এসেছে। ডঃ শর্মা মিথ্যে বলছেন না।
শুধু তাই নয়, ও নাকি গত কয়েক বছরে মাঝে মাঝেই গুজরাট গেছে। এয়ারপোর্টের রেকর্ড তাই বলছে।
আমাদের সব মুভমেন্ট ও ফলো করে যাচ্ছে। খারাপ উদ্দেশ্য না থাকলে কেউ এরকম ফলো করবে না, অন্তঃত মিথ্যে বলে তো নয়ই। কিন্তু খবর পাচ্ছে কি করে ? কে ওর হয়ে কাজ করছে ?"
-" নান আদার দ্যান বৃষকেতু সিং ওরফে বিকাশ যে দু দুটো খুন করে এখন হয়তো ডঃ শর্মার উদ্দেশ্যে ধাওয়া করেছে। আমি নিশ্চিত ও আর ভূদেব সিংয়ের ছেলে একই লোক। এখন বুঝতে পারছি ওই শ্লোক গুলো লেখার তাৎপর্য কী ?", চিবিয়ে চিবিয়ে কথা গুলো বললো রাতুল।
-" কী তাৎপর্য ?"
-" এখানে বৃষকেতু হলো পার্থ আর সুশান্ত হলো তার সারথি। পুরোনো ঘটনার বদলা নিচ্ছে বৃষকেতু। সম্ভবত ওকে দিয়ে একাজ করাচ্ছে সুশান্ত সেনগুপ্ত শুধুমাত্র ওই ফলকটার লোভে। সেটা পেলে বৃষকেতু কে ছুঁড়ে ফেলে দেবে। আর বোকার মতো বৃষকেতু ওর কথায় বিশ্বাস করে এই হত্যালীলা কে একটা ধর্মযুদ্ধ মনে করে নিজেকে সঁপে দিয়েছে। বেচারা জানেও না আসল সত্যি টা কী ?"
-" তার মানে ও অজান্তেই ওই শ্লোক লিখে রেখে আমাদের ক্লু দিয়ে গেছে, যে ও একা নয়, ওকে পরিচালনা করা হচ্ছে।"
-" ঠিক তাই রে শ্রী। এবার ও আমাদের পেছনে ধাওয়া করবে শিওর।"
-" উঁহু এইবারে ও সফল হবে না। আমি হতে দেবো না", দৃঢ়চিত্তে বলে ওঠে শ্রীময়ী।

-৩৭-

গাড়িতে দেরাদুন থেকে তালুকা আসতে প্রায় ঘন্টা দশেক সময় লাগে। রাস্তা খুব যে মসৃণ তা মোটেও না। দুর্গম পাহাড়ি রাস্তা এবড়ো থেবড়ো ভাবে সর্পিল গতিতে পাকদন্ডির মতো এঁকেবেঁকে চলেছে। দুপাশে বিরাটাকায় মহীরুহের দল নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে। এ পথ হিমালয়ের আপন ক্রীড়াঙ্গন। এখানে জীবন ও মৃত্যু দুইই হলো পায়ের ভৃত্য। ভয়ংকর সুন্দরী পাহাড়ি উপত্যকা দু হাত ছড়িয়ে বিস্তৃত।

বিকেল চারটের দিকে শ্রীময়ীরা সাঁকরি গ্রামে এসে পৌঁছলো। হিমালয়ের কোলে ছোট একটা জনপদ। খানিক চা বিরতি সেরে আবার গাড়ি রওনা দিলো তালুকার উদ্দেশ্যে। সাঁকরি থেকে তালুকা চোদ্দ কিলোমিটার রাস্তা আরো বেশি খাড়াই। সেখানে পৌঁছতে সন্ধ্যে হয়ে গেলো। এখানেই শঙ্কর বাবুর সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে। খোঁজ করতে হবে। কিন্তু তারও আগে যেটা দরকার সেটা হলো মাথা গোঁজার একটা ঠাঁই। বেশ শীত করছে এবার। পাহাড়ের ঢালে দ্রুত অন্ধকার নেমে আসছে। এখুনি একটা থাকার ব্যবস্থা না করতে পারলে মুশকিল।

শেষ মেশ একটা হোম স্টে জুটে গেলো। ব্যবস্থা মন্দ নয়। একটাই ঘর পাওয়া গেলো। সে যা হোক, কিছু একটা হলেই হলো। রাত টুকু কাটানো নিয়ে কথা। ড্রাইভারকে ছেড়ে দেওয়া হলো। কারণ এরপর কোথাও যেতে হলে পায়ে হেঁটে যাওয়া ছাড়া গতি নেই কারণ, গাড়ি যাবার রাস্তা এখানেই শেষ হয়েছে।

-৩৮-

পরদিন ভোরেই শঙ্কর বাবুর ঠিকানাটার উদ্দেশ্যে তিনজন মিলে বের হলো। শ্রীময়ী তার আগে লোকাল থানার সাথে একটা যোগাযোগ সেরে রাখলো। থানা বেশ দূর যদিও। ফোনেই প্রাথমিক আলাপ সেরে ওসির সাথে কয়েকটা দরকারি আলোচনা করে নিলো। বলা যায় না কখন কোথা থেকে বিপদ আসতে পারে। এখনো অব্দি সেভাবে সমস্যা হয়নি। এখন ভালোয় ভালোয় শঙ্কর বাবুর খোঁজ পেলেই হলো।

খোঁজ অবশ্য পাওয়া গেলো, কিন্তু সেক্ষেত্রে হতাশই হতে হলো ওদের। যে ঠিকানা থেকে চিঠিটা লিখেছিলেন সেখান থেকে সামান্য দূরেই সোমেশ্বরের মন্দির। এখানেই বেশ কিছুদিন পূজারী হিসেবে নিযুক্ত ছিলেন শঙ্কর বাবু। অবশ্য শঙ্করনাথ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। একটু পাশেই ভগবান ঠাকুরের আস্তানা। উনিও মন্দিরের একজন পূজারী স্থানীয় মানুষ। তাঁর সাথেই শঙ্করনাথ থাকতেন। কিন্তু জানা গেলো, কয়েকমাস আগে তিনি আরো ওপরের দিকে চলে যান। কাজেই এখানে খোঁজ করে। বিশেষ লাভ আর হবে না।

শ্রীময়ী অনেক আশা নিয়ে এসেছিলো। স্বভাবতই বেশ ভেঙে পড়লো। হতাশ ভাবে বললো, " এবারে কী ভাবে খুঁজবো আমি ?"
রাতুল বললো, " শোন, আমার একটা কথা মনে হচ্ছে, তোকে উনি চিঠিতে লিখেছিলেন যে মহাপ্রস্থানের পথে চললেন। তাই তো?"
-" হ্যাঁ, কিন্তু সেটা তো..."
-" সেটার মানে এই পথেই উনি গিয়েছেন। গন্তব্য সম্ভবত স্বর্গারোহিনীর দিকে। কারণ মহাভারতে মহাপ্রস্তানিকা পর্বে এই অঞ্চলেরই উল্লেখ আছে কিন্তু। আমাদের মনে হয় সেই পথ বরাবর এগোতে হবে।"

-" রাতুলবাবু একদম ঠিক কথা বলেছেন। এরপর আরো ওপরে উঠলে ওসলা। তারপরে আসবে হর কি দুন। শঙ্কর যদি সত্যি কোথাও গিয়ে আত্মগোপন করতে চায় তো আমার মনে হয় ওর গন্তব্য হর কি দুন হয়ে স্বর্গরোহিনী হওয়াই বাঞ্ছনীয়। সেটাই মহাপ্রস্থানের পথে সঠিক মার্গ হবে।"

-" আজ হাতে যা সময় রয়েছে তাতে ওসলা অব্দি পৌঁছনো যাবে কিন্তু রাত হয়ে যাবে। সেক্ষেত্রে...", রাতুলের কথাটা শেষ করতে দেয় না শ্রীময়ী।
বললো, " সময় নষ্ট করা যাবে না। জানিনা সুশান্ত আর বৃষকেতু কি প্ল্যান করছে। কাজেই যতটা সম্ভব এগিয়ে থাকায় উচিত। যতই রাত হোক। আমি আজই যেতে চাই। "

-৩৯-

কিছুক্ষণের মধ্যেই তিনজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। অবশ্য এবারে ওদের সঙ্গী হলো আরো একজন, খোঁজ খবর নিতে গিয়েই এক শিখ ছোকরার সাথে দেখা হলো। বয়স বেশি না। মধ্য তিরিশের কোঠায়। একমুখ দাড়ি গোঁফ, মাথায় পাগড়ি। সে নাকি এ অঞ্চলে অনেকদিন গাইডের কাজ করে। একপ্রকার জোর করেই যেন সঙ্গে জুটে গেল ছেলেটি। মালপত্র সব হোম স্টে তেই রেখে দেওয়া হলো। মালিক ভদ্রলোকটি বেশ উপকারী মানুষ। উনিই বললেন ফিরতে যখন এই পথেই হবে, তখন সব মালপত্র নিয়ে যাবার মানে হয় না। দরকারি কিছু জিনিসপত্র নিয়ে গাইড ছেলেটির সাথে তিনজনেই বেরিয়ে পড়লো।


ওসলা যাবার পথ বেশ দুর্গম হলেও এক অনির্বচনীয় সৌন্দর্য যেন প্রকৃতি উজাড় করে রেখেছে চারপাশে। একদিকে হিমালয় অপার মহিমান্বিত হয়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে, অপর দিকে খাদের অতলে খরস্রোতা সুপিন নদী লুকোচুরি খেলে যাচ্ছে সমানে। হু হু করে ঠান্ডা বাতাস বইছে। মাঝে মাঝেই ভেড়ার পাল দেখা যাচ্ছে, তাদের পালক যে মানুষ গুলো তারা তাদের ভেড়াগুলোকে চড়তে দিয়ে পাহাড়ের খাঁজে বসে খাবার দাবার আয়োজন করে আগুন জ্বালিয়ে বসে রয়েছে। বেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ।

রাতুল আর ডঃ শর্মা বিষ্ময়াবিষ্ট হয়ে ইতিউতি চেয়ে দেখছে। সত্যি প্রকৃতির এই অপার রূপের কাছে সব কিছুই যেন তুচ্ছ হয়ে যায়। উদ্ধত হিমালয়ের কাছে সব কেমন গৌণ লাগে যেন। হঠাৎ একটা শকুন মাথার ওপর দিয়ে উড়ে গেলো। ডঃ শর্মা বললেন, "এ জায়গায় যে অনেক শকুন দেখা যায় পড়েছিলাম কোথাও, আজ চাক্ষুষ করলাম। শুনেছি এদের দেখা পাওয়া নাকি খুব শুভ।"

রাতুলও সেদিকে তাকিয়ে ছিল। কথাটা শুনে মৃদু হাসলো খালি। কিন্তু শ্রীময়ীর মুখটা গম্ভীর হয়ে রয়েছে। কেন যে তার একটা অস্বস্তি হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না। পর পর চারজন এগিয়ে চলেছে সারিবদ্ধ ভাবে। পেছন থেকে এক এক করে ডঃ শর্মা, রাতুল আর শ্রীময়ী। একদম সামনে গাইড ছেলেটি। ওরা তিনজন বেশ হাঁফিয়ে উঠলেও গাইড ছেলেটি এত চনমন করছে, যে বাকিদের ওর সাথে তাল রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। এই পাহাড়ি চড়াইয়েও গাইড ছেলেটা গুন গুন করে গান গাইতে গাইতে এগোচ্ছে-

" জব রাত কে গ্যাহরে সন্নাটে
গ্যাহিরি সি নিন্দ মে শোতে হে
এক মেলা য্যয়সা লাগতা হ্যায়
বিখরা বিখরা ইয়ে শুনাপন
ইয়াদো কে সায়ে এয়সে মে
করনে লাগতে হে আলিঙ্গন"

ক্রমশ..... ( আগামী পর্বে সমাপ্য)
 



Ayan Das