পাঠপ্রতিক্রিয়া - সেফটিপিন - শুভদীপ কোলে

 

পাঠপ্রতিক্রিয়া

শুভদীপ কোলে

 

 

উপন্যাসসেফটিপিন

লেখকস্মরনজিৎ চক্রবর্তী

প্রকাশকআনন্দ

মূল্য২৫০ টাকা

 

 


 

 দিনের পরে রাত কেটে যায়... রাতের পরে দিন...

কার কাছে আজ লুকিয়ে রাখো তোমার সেফটিপিন!”

     ছোটবেলা থেকে দেখেছি মা সেফটিপিন দিয়ে আঁচল গেঁথে রাখে কিন্তু একটা সেফটিপিন কি সময় গাঁথতে পারে? মনে করুন ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী হয়ে এই একবিংশ শতাব্দীকে গেঁথে রাখল একটা সোনার সেফটিপিন ব্রোচ স্মরনজিৎ বাবু কি মন দিয়ে প্রেম লেখেন যখনই তাঁর প্রেম পড়ি, আমি আবার প্রেমে পড়ি আবার প্রেমে পড়লামপড়লাম সেফটিপিনএর

 

     উপন্যাসটি শুরু হচ্ছে ঊনবিংশ শতাব্দীর আলমার যুদ্ধক্ষেত্রে ওয়াল্টার নামের এক সদ্য যুবা যুদ্ধের ময়দানে জেনারেলের থেকে উপহার হিসেবে একটা সেফটিপিন ব্রোচ পায়, সে ভাবে সেটা তার প্রেম ভার্জিনিয়া কে দেবে তারপর কি হয়? গল্প এসে পড়ে ২০১৮ তে আমাদের কলকাতাতে সিয়োনা আর বিরাজ এর গল্প হয়ে। তারপর গল্প চলে যায় উত্তাল সাতের দশকে যেখানে নকশাল কর্মী সাহিমার সাথে দেখা হয় রেয়াংশ এর। কি হয় তাদের গল্প? কেন গল্প রসিক লাল আর তার মেম বান্ধবী মেরীর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কলকাতায় চলে গেল? সেও এক উত্তাল সময়। জাপানীরা বোমা ফেলেছে। গল্প ক্রমেই সময়ের গোলোক ধাঁধাঁয় এদিক ওদিক চলে যায়, কখন কোন সময় পড়তে পড়তে ভুলে যাচ্ছিলাম। সময় ঘুরতে থাকে সাথে সেফটিপিন ও। গল্প যত এগোয় বা বলা যায় কখনো কখনো পিছিয়ে যায় নিজের ছন্দে, তত বোঝা যায় যে প্রেমে পড়া সহজ, প্রেম পাওয়া না। বলতে না পারা সব প্রেম গুলো, না পাওয়া সব প্রেম গুলো সময়ের সাথে সাথে গাঁথা পড়ে সেফটিপিনে আর লুকানো কিছু খাতার পাতায়। সেই সেফটিপিন যা লক্কা পুটুর খাঁচায় চলে গেছিল। কি করে? তার খোঁজে বিরাজ সিমোয়া সত্যি কাছে আসে। তখন আদরের দাগের মত আকাশ আসে কলকাতায়। এই গল্প হল প্রেমের গল্প, প্রেম না পাওয়ার গল্প, প্রেম পেয়েও হারাবার গল্প আবার তাকে ফিরে পাবার গল্প। কে পেল আর কে হারাল জানতে গেলে পড়তেই হবে সেফটিপিন। কে কার সম্পর্কে কি তাও জানতে পড়তেই হবে সেফটিপিন। তবে বলতে পারি ভালোবাসা আশপাশেই থাকে তাকে খুঁজে নিতে হয়। 

......................



 Suvadip Koley

 

Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by