মনোলিপি
সঞ্জয় কর্মকার
একটা মনে শীতের বিকেল বরফ ভাঙা ঝড়
আর একটা মন বসন্ত রোদ চৈত্রে বাঁধা ঘর।
একটা মনে গ্রীষ্ম দুপুর নেই তো অভিসার
আর একটা মন উজান বেয়ে নিচ্ছে মেনে হার।
একটা মনে ভাঁটার শোষণ মৃত্যুমুখী ঢেউ
আর একটা মন বসত গড়ে জ্যোৎস্না আনে কেউ।
একটা মনে বিবর্ণ মেঘ নিভৃত সন্ধ্যার
আর একটা মন সোহাগ সকাল ফিরছে বারংবার।
...............
Sanjay Karmakar
Joydeep · 231 weeks ago
Akash Dutta · 230 weeks ago