কবিতা - রক্তকরবী- সোমালী সরকার

 রক্তকরবী

সোমালী সরকার
 
 
 
নিঃসঙ্গতার বিষে প্রতিনিয়ত
ছারখার হচ্ছে মন, 
যন্ত্রণার কালো অন্ধকারে
জন্ম নিচ্ছে অলিখিত কবিতা, 
শৃঙ্খলে  আবদ্ধ সুখের জীবন
চায়ছে মুক্ত আকাশ... 
খুঁজছে নিরাকার শান্তি
ব্রম্ভ দশায়, স্থির চিত্ত
রক্ত হয়েছে আজ নীল
প্রতিনিয়ত উগরে দিচ্ছে
বিষাক্ত ধোঁয়া, অচিরে ঝরছে
জীবনের বেঁচে থাকার প্রয়াস.... 
ক্লান্ত,  ক্লান্ত আমি,  পিপাসিত মন
চাইছি একটু শান্তির জল
মেটাবে যে অশান্তির দাবানল.....
 
( সমাপ্ত)
 
Somali Sarkar