কবিতা - ভালোবাসায় এমন নাকি হয় - দ্বৈতা হাজরা গোস্বামী

 

ভালোবাসায় এমন নাকি হয়

দ্বৈতা হাজরা গোস্বামী

 

 

ভালোবাসায় এমন নাকি হয়

ঠোঁট চলে যায় অন্য ঠোঁটের কাছে

যেন হাজার জন্ম ধরে কেউ

উথালপাথাল তেষ্টা নিয়ে বাঁচে

 

কে কার কাছে কখন হেরে যায়

কে কার কাছে হারতে ভালোবাসে

দোষ ছিলো না , আর ছিল না দায়

সাধ করে সে  বসিয়েছিলো পাশে

 

হাওয়ার বয়স  কুড়ির কাছাকাছি

জলের বয়স নেহাত  সাড়ে ষোলো

দুখানা মেঘ আটকে ছিল গাছে

এমন সময় হঠাৎ মনে হলো

 

হঠাৎ করে , এমন মনে হলে

কী হবে তা বলতে পারে কী লোক

তবুও তুমি আবার দেখা হলে

বললে - শোনো তেষ্টা পেয়েছিলো

........

 

Dwaita Hazra Goswami 

 


 

 

 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
Akash Dutta's avatar

Akash Dutta · 231 weeks ago

অপূর্ব

Post a new comment

Comments by