কবিতা - এলো এলো শরৎ রানী- গোবিন্দ মোদক

এলো এলো শরৎ রানী

 গোবিন্দ মোদক 

                   

ভোরবেলাতে দেখি আমি ঘুমের থেকে উঠে, 
অন্ধকারটা পালিয়ে গেছে আলো উঠেছে ফুটে !
শিউলি, জবা, টগর ফুটে রঙিন হয়ে আছে, 
ভ্রমর আর প্রজাপতি উড়ছে তাদের কাছে !
গাছের ডালে পাখিরা সব গাইছে মিষ্টি সুরে, 
সদ্য ফোটা ফুলের গন্ধে বাতাসটা ফুরফুরে !
নীল আকাশে ভাসছে অলস সাদা মেঘের ভেলা, 
নদীর ধারে কাশের বনে বাতাস করছে খেলা !
খালে বিলে ফুটে আছে শাপলা-শালুক দল,
পদ্ম ফুলের গন্ধে আকুল দীঘির নিথর-জল !
তিরতিরিয়ে বইছে নদী, ছোট্ট ছোট্ট ঢেউ,
ঢেউয়ের দোলায় দুলছে নৌকা,নেই কোত্থাও কেউ !! 
শিশির কণা জমে আছে সবুজ ঘাসে ঘাসে, 
ভোরের সোনার সূর্য-কিরণ শিশির-কণায় হাসে !
সবুজ বরণ ধানের ক্ষেতে নতুন ভোরের আলো ,
ঝকঝকে এই প্রকৃতিতে সবই লাগে ভালো !
মনটা যেন উদাস উদাস চাইছে যেতে দূরে, 
আনমনা কোন রাখাল বাঁশি বাজছে শারদ সুরে!!
এবার বুঝি এলো সময় বছর খানেক পরে ,
কৈলাস থেকে মা আসবেন আমাদেরই ঘরে !!
সেই আনন্দে বাদ্যি বাজে তাকুড় নাকুড় তাক্,
অমঙ্গলটা যাক রে দূরে, সবাই ভালো থাক !!
 
..........
 
 
 Gobinda Modak
 

 

Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
Akash Dutta's avatar

Akash Dutta · 230 weeks ago

খুব ভালো লাগলো

Post a new comment

Comments by