কবিতা - এলো এলো শরৎ রানী- গোবিন্দ মোদক

এলো এলো শরৎ রানী

 গোবিন্দ মোদক 

                   

ভোরবেলাতে দেখি আমি ঘুমের থেকে উঠে, 
অন্ধকারটা পালিয়ে গেছে আলো উঠেছে ফুটে !
শিউলি, জবা, টগর ফুটে রঙিন হয়ে আছে, 
ভ্রমর আর প্রজাপতি উড়ছে তাদের কাছে !
গাছের ডালে পাখিরা সব গাইছে মিষ্টি সুরে, 
সদ্য ফোটা ফুলের গন্ধে বাতাসটা ফুরফুরে !
নীল আকাশে ভাসছে অলস সাদা মেঘের ভেলা, 
নদীর ধারে কাশের বনে বাতাস করছে খেলা !
খালে বিলে ফুটে আছে শাপলা-শালুক দল,
পদ্ম ফুলের গন্ধে আকুল দীঘির নিথর-জল !
তিরতিরিয়ে বইছে নদী, ছোট্ট ছোট্ট ঢেউ,
ঢেউয়ের দোলায় দুলছে নৌকা,নেই কোত্থাও কেউ !! 
শিশির কণা জমে আছে সবুজ ঘাসে ঘাসে, 
ভোরের সোনার সূর্য-কিরণ শিশির-কণায় হাসে !
সবুজ বরণ ধানের ক্ষেতে নতুন ভোরের আলো ,
ঝকঝকে এই প্রকৃতিতে সবই লাগে ভালো !
মনটা যেন উদাস উদাস চাইছে যেতে দূরে, 
আনমনা কোন রাখাল বাঁশি বাজছে শারদ সুরে!!
এবার বুঝি এলো সময় বছর খানেক পরে ,
কৈলাস থেকে মা আসবেন আমাদেরই ঘরে !!
সেই আনন্দে বাদ্যি বাজে তাকুড় নাকুড় তাক্,
অমঙ্গলটা যাক রে দূরে, সবাই ভালো থাক !!
 
..........
 
 
 Gobinda Modak