পদধ্বনি
পীযূষ কান্তি সরকার
অর্ধ শতাব্দী পূর্বের ছায়া আজও প্রলম্বমান -
চার্লস ডারউইন -এর তত্ত্ব বুকে নিয়ে
সেদিন
পথে নেমেছিল বৃক্ষের দল।
সমাজের বুকে তখন
নেকড়েদের অট্টহাস্য প্রলয়ের ধ্বনি।
বোমা আর পাইপগানের উদ্গিরণে আসা
প্রাথমিক জয় --
গুণে গুণে দিল ভুলের মাসুল।
শোষণহীন সমাজের ডাক তাই
ভেসে গেল ভাটির টানে।
রক্তের ঋণ শোধ দিয়ে
পায়ে পায়ে চলতে চলতে
আজও যেন শুনি
তারই পদধ্বনি।
...........
Pijuskanti Sarkar