কবিতা - পদধ্বনি - পীযূষ কান্তি সরকার


পদধ্বনি 
পীযূষ কান্তি সরকার 
 

অর্ধ শতাব্দী পূর্বের ছায়া আজও প্রলম্বমান -
চার্লস ডারউইন -এর তত্ত্ব বুকে নিয়ে 
সেদিন 
পথে নেমেছিল বৃক্ষের দল।
সমাজের বুকে তখন
নেকড়েদের অট্টহাস্য প্রলয়ের ধ্বনি। 
বোমা আর পাইপগানের উদ্গিরণে আসা

প্রাথমিক জয় --
গুণে গুণে দিল ভুলের মাসুল। 
শোষণহীন সমাজের ডাক তাই 
ভেসে গেল ভাটির টানে। 

রক্তের ঋণ শোধ দিয়ে
পায়ে পায়ে চলতে চলতে
আজও যেন শুনি
তারই পদধ্বনি। 
 
...........



Pijuskanti Sarkar
 
 

 


Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by