কবিতা - জীবন চতুর্দশপদী - সুদীপ্ত দত্ত

 

জীবন চতুর্দশপদী
সুদীপ্ত দত্ত 
 

চিকচিক্ নদীর রূপালী গরিমা পাশে 
দেখেছ কাদাখোঁচা পাখি খুদা নাশে ? 
তোমারও যাপন ছুঁয়ে বয়ে চলে নদী
জীবন মানে কি জন্ম, মৃত্যু তদবধি ? 
মরণ পরও যদি স্মৃতি-আলো জুড়ে 
থাকো, তোমার জমানো রোদের সুরে
মূর্ছিত নব আঙিনা এস্রাজে এস্রাজে 
সান্ধ্য বেতারে লালিত অনুরোধ বাজে
জীবন মানে জন্ম, না কি জন্মেরও আগে 
মাতৃমনচুম্বন জঠরে তব ললাট ভাগে 
জীবন আসলে অনুভূতি শতরং ডালি
সে তোমার-আমার মেঘেদের পদাবলি
তবুও, জীবন যদি ঐ কাদাখোঁচা পাখি 
লোনা জল ছুঁয়ে প্রিয়, শিস দিও রাখি ।।
 
..........
 
 
 
 
Sudipta Dutta 



Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by