কবিতা - তারাভরা আকাশের নীচে এসপ্ল্যানেড - বিপ্লব দাস


তারাভরা আকাশের নীচে এসপ্ল্যানেড

 বিপ্লব দাস

 
কোলকাতার ট্রামেরা রাস্তা চেনে না----

আমি অবসাদের জানলা পেরিয়ে দেখি 
তুমি এসপ্ল্যানেডে নেমে গেলে---
কিন্তু কোথায় নামার কথা ছিল! 
সেই প্রায়ান্ধকার ভিনদেশী গ্রামে 
যেখানে রাতভর বেঁচে থাকে ফায়ারপ্লেসের উষ্ণতা 
নিরবচ্ছিন্ন আলোয় ভেসে যায় বেডরুম
গীর্জার চূড়া উঁচু হতে হতে ফুঁড়ে যায় মেঘ
আকাশজুড়ে স্বপ্নজাত নক্ষত্রদের অপলক চাউনি
আর ঐন্দ্রজালিক দুর্যোগে
চিত্রকর জোড়া লাগায় তার কান
সেইখানে গাঢ় সাইপ্রেস গাছের পাশেই তো তোমার স্টপেজ---
সেখানে না নামিয়ে তোমাকে এসপ্ল্যানেডে নামিয়ে দিল! 

সত্যি! কোলকাতার ট্রামেরা এখনো রাস্তা চেনে না! 
  
                                                   --------------------------
                                         
                                             




Comment (1)

Loading... Logging you in...
  • Logged in as
শুভদীপ 's avatar

শুভদীপ · 247 weeks ago

নামকরণ টা অসাধারণ

Post a new comment

Comments by