ঘর ভেঙেছেঅরিন্দম চ্যাটার্জী
লাল পিঁপড়ের
উড়নচণ্ডী সারি
দেয়াল বেয়ে
বেরিয়ে যাচ্ছে ভিতর থেকে
পুবমুখো এই ঘরের
সঙ্গে আড়ি!
শুকিয়ে যাওয়া
সকড়ি-মাখা বাসন
কুন্ঠিত সে জলের
ফোঁটা দাগ রেখে যায়
অবহেলায় শিথিল
হল শাসন!
নিরালা ঘর,
ক্লান্ত সিলিং ফ্যানের
প্রবল আওয়াজ
ছাপিয়ে ওঠে নৈঃশব্দ্য!
অন্ধকারের!
নিভৃত আখ্যানের!
তোমার-আমার
মানতে কেবল লজ্জা
এ ঘরে আর সবাই
জানে ঘর ভেঙেছে
দিগন্তহীন
পাথর-শীতল শয্যা!