দূরে থাকা ভালো
লিপি সেনগুপ্ত
বেশ কিছু দিন আমাদের দূরে থাকা ভালো
বেশ কিছুটা সময়
তারপর না হয়
কোন অবসরে নদীর গভীর ছুঁয়ে দেখা যাবে
জলস্রোতের তীব্রতা কতদূর
নিয়ে যেতে পারে
সে কি আগের মতো
পৌষালী ক্ষীণ, না কি তন্বী!
সুষমানীল.... জল টলোমলো
বুঝে নিতে নিতে আর একটা বর্ষা
ধান রোপণের সময় হয়ে এলো
এই ফিরে যাওয়া কেমন
দেখার জন্য কিছুদিন নদী থেকে দূরে
পাহাড়ের উপত্যকায় বা কোন মরুভূমিতে
কিছুটা সময়
তাকে সঁপে দিই এসো
................
Chandrani #123 · 205 weeks ago
Lipi Sengupta · 204 weeks ago