আদর
রাজেশ গঙ্গোপাধ্যায়
রাত্রিকালীন গুপ্তকথার মত ন্যুব্জতনু নয় তবু
সোনাঝুরির বখাটে রোদ শাল জঙ্গলে লিখে রেখেছিল
করুণ রঁদ্যেভু...পিয়ানোয় হাওয়া খেলেছিলো...আঙুলে আঙুল রাখা মোহ
ক্রন্দসী মুহূর্তের তামসিক গাথা থেকে নির্বাচিত আনোখা দেয়ালা
প্রভু নষ্ট করে দাও! – আর্তি ছিল সেই বুদবুদ!
কেন যে কিনারে দাঁড়িয়ে মনে হয়েছিল
স্পন্দিত নিভৃতির ভেতরে কোথাও যেন গলে যাচ্ছে সংযমী পর্জন্যের নৈঋত কোণ
একটুও ইচ্ছে করেনি পুনশ্চতে থেকে যাক কিছু...
বৈরাগ্যের মহল্লা থেকে বহুদূরে যেখানে হারিয়েছে ডাক
সংবেদে লিখিত স্পর্শের পাশে হু হু করে বয়ে যাচ্ছিল নীলাম হওয়ার অ্যালিগরি...
আবেশ আবেশ ঘ্রাণ...
..................