শুধু তোমার জন্য
রিয়া ভট্টাচার্য
পেরিয়ে এসেছি নীহারিকা...
শান্ত নদীর দিকচক্রবালে হারিয়েছে আস্ত একটা জীবন,
ফিরে দেখিনি, মৌলোভী চাতকী হয়ে খুঁজে বেড়িয়েছি বাতিল কথোপকথন ---
জীর্ণ ঘোড়ার আস্তাবলে ফিরিয়ে আনতে চেয়েছি মুঠোভরা রোদ্দুর...
পারিনি,
একটু একটু করে সরে গেছে সময় ' ঘটমান অতীতপানে।
কুয়াশা জড়িয়ে যেদিন হাতে তুলে দিয়েছিলাম নীল গোলাপখানা...
তারপর থেকে হাঁটছি -- দূর থেকে বহুদূর ভবিষ্যতের দিকে,
পাচ্ছিনা খুঁজে তোমার শহর
বলো আছো কি!
নাকি হারিয়ে গেছো ; জায়নামাজ এর ভীড়ে সাজিয়ে রাখা গুল্মলতার মতো।
পৃথিবীটা ছোট হলে নাকি রাস্তারা বেড়ে যায়!
বেবাক কাটাঘুড়িরা মিছিল সাজায় শবের...
দেখতে পেয়েছো তাদের? আমিও পাইনি।
বিরহের মড়া ছুঁয়ে ঘরে ফেরা বারণ,
কিন্তু আমাকে তো ফিরতেই হবে তাইনা?
বাতিল মলাট জমিয়ে ঘর কে তুলবে বলো!
সীমান্তে পুঁতে আসবে কে নীল গোলাপের চারা...
মৃতদের আস্তানায় বসে ভালোবাসার গল্প শোনাবো বলেছি যে ;
শুধু তোমার জন্য।।
..................................