কবিতা - গুরুদক্ষিণা - প্রসাদ সর্বানী

 গুরুদক্ষিণা

 প্রসাদ সর্বানী


রাতের সাজকথা আমার আর  শেষ হলোনা...
ঘাসের মাথা থেকে মাটির তৃষ্ণার্ত বুকে
আমার গরম নিঃস্বাসের সাথে ...

খসে পরে যে শিশির রোজকারের অভ্যাসে ...
আকাশের দিকে তাকিয়ে,
অমাবস্যার গরল কালো অন্ধকার পান করে
আমি দীক্ষিত হয়েছিলম্ সেই কবে...
কিন্তু মন্ত্রোচ্চারণ র করা  আমার আজ ও হলোনা...

আমার জানা ছিলোনা দীক্ষা নেবার প্রথম শর্ত ছিল
অন্ধকার কে  কোনো এক অস্থির অধিকারে আপন করে নিতে হবে...
আপন করে নিতে হবে  তার বুকের সবটুকু ক্লান্তি কে...

 আপন করে নিতে হয় তার বুকের অনাখাঙ্খিত  শূন্যতাকে ..
কিন্তু আমি যে আজ কাপর্দক শূন্য ...

অঞ্জলি তে আজ একমুঠো  অন্ধকার ও  নেই...

গুরুদক্ষিণা যে আজ ও আমার দেয়া হলোনা

........................