কবিতা - ভাইরাল - শুভায়ু দে

 


ভাইরাল
শুভায়ু দে

অমৃতসুর গোপন কর ইন্দ্রিয়।অপ্রিয় সব চালনবাবি দিনগুলো। ভুলগুলোতে আঙুল রাখি সরগমিক।মন দিয়েছি,  আঙুল চাটো সুরপ্রেমিক।

কেউ বুঝল না তার অল্পআশের মন্দভাস।সূচাগ্র চোখ চুষছে তারই আর্দ্রমাস।  ইচ্ছেস্বাধীন চুপথাকাতে খাপ বসাই,  সনাতনের ডিগ্রিধারী গুর'মশায়।

ঘর পেতেছে, তার সহোদর, কান ভাঙি।দু:খবাসন চমকে তুলি খুব মাজি।ব্যাকগিয়ারে ফিরিয়ে আনি এলবাট্রুস। ভালো কথার শব্দে গুঁজি নরম তুঁষ।

আঙুল হেলাই নির্বাচিত স্যডস্টোরির।বিষের গন্ধে ভরিয়ে তুলি কস্তূরী।আঁচল দিয়ে গোপন করি নির্ভেজাল।গপ্পোগুলো জল পেয়ে যায় এমন চাল!
.....................