কবিতা - গ্রামের শরৎ- সুপ্রিয়া মণ্ডল

গ্রামের শরৎ

সুপ্রিয়া মণ্ডল  



শাপলা দিঘি, শ্যাওলা পুকুর, দূরের কোনো গ্রাম,

সাথে গাংচিল আর মাছরাঙাদের অলস বিশ্রাম।

মাথার ওপর নীলচে তাঁবু, মেঘদূতেরা যায় যে ভেসে,

সন্ধ্যে হলেই আলোকমালা জোনাকিদের দেশে দেশে।

শরৎ সেথায় উঁকি মারে খুশির পরব নিয়ে, 

বছর শেষে সবুজে মিশে ঢাকের বাদ্যি নিয়ে। 

কাশের বন দেয় জানান, আসছে মোদের মা—

শহর থেকে অনেক দূরে মায়ায় ভরা গাঁ।

তুলসী তলায় প্রদীপ জ্বলে শঙ্খধ্বনির সুরে,

ক্লান্ত চাষি জিরোয় শরীর তাসের আসরে।

পাখির ডাকে সূয্যি ওঠে রাঙা সকালে,

দীর্ঘ দুপুর ঘুমোয় যেথা আঁধার ঘনালে।

আশ্বিনের এই আনন্দ ছড়াক রাশি রাশি,

শরৎ, তুমি বাঁচিয়ে রেখো পল্লী বালার হাসি।

...................