কবিতা - নাছোড়বান্দা - জয়দীপ লাহিড়ী

 নাছোড়বান্দা

জয়দীপ লাহিড়ী
 
 
চৈত্রমাসের স্পর্শে আমার ছায়া দীর্ঘ হয়,
ক্রমশ শরীরকে ছাড়িয়ে ছুঁয়ে ফেলে কাঁটাতার
সীমানা পেরিয়ে যেতে একটুও কষ্ট নেই,
আমি কাপুরুষের মত এক পা করে পিছিয়ে যাই।
আমাদের যে সীমিত কায়া!

বিকেলের পড়ন্ত রোদে একবুক কষ্ট নিয়ে
নিজের মাপের চেয়ে ছোট কুন্ডলী
সীমাহীন স্পর্ধাকে গুটিয়ে নেয়!
ইচ্ছা করলেই ছায়াহীন সময় পাই,
মায়া হয় নিজের ছায়াকে...
সীমাবদ্ধতা শরীরে স্থূলতা আনে!
তবুও ছায়া সূর্যস্নান করতে নাছোড়বান্দা।

....................