অণুগল্প - ফিরে আসা - রিয়া মিত্র


ফিরে আসা
রিয়া মিত্র
 

মেজাজটাই বিগড়ে গেল বলাকার। এতদিনের মনোমালিন্য, ভুল বোঝাবুঝি শেষ হতে চলেছিল আদালতের পরবর্তী হিয়ারিং- এই কিন্তু এই বছর অতিরিক্ত গরম পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আদালত! গরম না কমা পর্যন্ত আদালত নাকি খুলবে না!

মিউচুয়াল ডিভোর্স ফাইল করা সত্ত্বেও আদালতের নির্দেশে বলাকা আর প্রকাশকে ছ'টা মাস একসাথে থেকে দেখতেই হবে, নিজেদের বোঝাপড়া আবার সম্ভব কিনা। যদিও দুজনেই নিশ্চিত, সেটা আর সম্ভব নয় আর তারা যে কতখানি সত্যি, তা গত ছয় মাসেই প্রমাণিত কিন্তু যতদিন না আদালত খুলছে, ততদিন আবার একে অপরকে সহ্য করতেই হবে!

অতিরিক্ত গরমে সারাক্ষণই ঘরে থাকতে হচ্ছে প্রকাশকে, বাইরে বেরিয়ে প্রিয়তমার সাথে দেখাও করতে পারছে না বেচারা, মনে মনে মুচকি হাসে বলাকা।

কয়েকদিন ধরেই বিধ্বস্ত লাগছে প্রকাশকে, ফোনে কাউকে বলছিল, হয়তো চাকরিটা চলে গেছে। ওকে এত ভেঙে পড়তে কখনো দেখেনি বলাকা!

..... নাহ্, এভাবে প্রকাশকে ভেঙে পড়তে দেওয়া যায় না। বরাবরই রান্নার হাতটা ভালো বলাকার। রান্না করে বাড়িতে বাড়িতে ডেলিভারি দিতে শুরু করল সে.....।

আজ বলাকা আর প্রকাশের রেস্টুরেন্টের উদ্বোধন..... বলাকাকে জড়িয়ে ধরে প্রকাশ বলল, "ভাগ্যিস, এই বছর এত গরমটা পড়েছিল......।"
 .............................