কবিতা - বারিষনামা - উৎস ভট্টাচার্য


বারিষনামা

উৎস ভট্টাচার্য

 

 স্বপ্ন-শহর এলোমেলো করার অনেক লোক৷

বর্ষণেতে ডুবছে শহর, নিম্নচাপের রোগ৷

বৃষ্টিভেজায় উত্তাপেতে কাঁপছে থরথর৷

একলা হয়ে ভিজছে আজও স্হাপত্য মর্মর৷

মেঘের পরে মেঘ জমেছে, আকাশের মুখ ভার৷

আলোর কণা গিলছে এখন ভীষণ অন্ধকার!

রণ-হুংকারে ঝলসে ওঠা চোখ ধাঁধানো আলো৷

কাঁপছে সবাই, কাঁপছে ত্রাসে, মরণ বুঝি এলো!

আলোয় কালোয় মিশলো যখন, ঘুচলো সীমারেখা৷

জীবন-পথের পথিক হয়ে, চলতে চলতে শেখা৷

জলের ধারা নামছে আজি, নামছে অনর্গল৷

জল শুকালে দৃষ্টি মাঝে প্রকাশিবে অনল৷

আলোয় কালোয় বেশ মিলেছে; ধূসর রঙের সাজে,

বারিষনামা প্রাণ পেলো আজ কালচক্র মাঝে!

যাচ্ছে গো আজ, যাচ্ছে ভেসে, ব্যথার পরশ প্রাণে৷

একতারাতে উঠলো যে সুর, নতুন খবর গানে৷

....................