কবিতা - প্রচ্ছদের মেয়ে - রাজেশ গঙ্গোপাধ্যায়

 প্রচ্ছদের মেয়ে
রাজেশ গঙ্গোপাধ্যায়


অন্ধকার বিভাজিকার গভীরে বয়ে যায় হাতছানি…ভাসিয়ে নিয়েছে বদ্বীপে অবশিষ্ট স্নেহ
অস্থি মাংস মজ্জার আটপৌরে কাঠামোয় চকচকে চামড়ার খাপে বিভঙ্গ মুড়ে রেখে
শ’য়ে শ’য়ে উপোসী ও অর্ধভুক্তদের দল দাহ্য পত্রিকার দামে মিটিয়ে নিতে থাকে ক্ষিদে
লালায়িত জিভে এসে জমা হওয়া জোরালো ইচ্ছেদের ভোঁতা অভিমুখ
চেটে নিতে নিতে বিকৃতকামের পাঁচিলে উড়ে এসে বসে ব্যর্থ কাক,
তার ধূসর রঙ থেকে ছড়িয়ে পড়তে থাকে ক্লান্তিকর দহনের পরিণতি – ছাই!
এভাবে ট্রয়ের গল্পে আজও উস্কে দেওয়ার মোহিনী অবচেতনে থই থই জল…

পোর্টফোলিওতে আরেকটি অ্যাসাইনমেন্টের সবুদ নিয়ে সে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছে
তাকে সরাসরি বলা হল, সহেলীর জুলাই ইস্যুতে আপনার বাঁদিকের ব্রেস্টে যে তিলটা ছিল…

শহরের সব বিলবোর্ড জুড়ে এরপর তিলফুলে মরেছে ভ্রমর!

.........