কবিতা - মৌটুসী - মহুয়া সমাদ্দার

 

মৌটুসী 

মহুয়া সমাদ্দার 


বুকের ভেতর সিঁটিয়ে থাকা মোম

আর পোড়ে না গোপন দাবানলে 

খোলনলচে বদলে ফেলা মন 

পাহাড় কোণে একাই অস্তাচলে । 


গ্ৰীষ্ম প্রখর , এক বুক মরু তৃষ্ণা 

কেই বা দেয় একফোঁটা জল, খুশি ?

দুপুর কেনে  ক্লান্ত অভিমানে 

ভুলে যাওয়া প্রেমিক মৌটুসী । 


জলের ওপর জলের ছায়া কই ? 

ছায়া  খুঁজে মরে আজও ভূতও । 

ফর্সা রঙে রক্তাল্পতা জটিল 

চটুল গানে ঝর্ণা পরিশ্রুত । 


সূর্যাস্ত পথ আগলে , করুণ 

সময় গেছে গোপন অভিসারে 

সুর কী বাঁধে আবার নতুন করে

ছেঁড়া তার আর বিবর্ণ সেতারে !


নতুন সূর্য উঠতে চাইছে জ্বলে,  

নিষ্প্রয়োজন। মনটা নিজেই আগুন 

মৌটুসীটা একা একাই দেখে 

রঙের নেশায় না ফেরা সেই ফাগুন !
 
.................