কবিতা - মাধবীলতা তুমি - অভিজিৎ দাশগুপ্ত

 

মাধবীলতা তুমি
অভিজিৎ দাশগুপ্ত

আমি আতঙ্কিত।
আমার
মুখ দিয়ে গল গল করে বেরিয়ে আসছে 
তাজা রুধিরধারা,
ভেসে গেছে চাতাল।
তবে 
মাধবীলতার গন্ধ আমার চোখ, মুখে
চুম্বন করে ফিরে যাচ্ছে,
আমার সারা শরীর রক্তপলাশ।
'এরকম তো আগে কখনো হয় নি'?
প্রশ্ন করলাম আমার প্রেমে চন্দ্রাহত
মাধবীলতাকে।
ফাগুন মাধবীলতা
মৃদু হেসে উত্তর দিল-
'গোপনে থাকা তীক্ষ্ণ থাবার প্রতিকূলবচন'।

মাধবীলতা, আমি এ রক্তে পিছলে গেলে 
হাত দুটো ধরো...
.....................