কবিতা - অয়নাংশুর চিঠি- নীলাঞ্জনা মল্লিক

নীলাঞ্জনা মল্লিক

অয়নাংশুর চিঠি


এমন ভোরগুলোতেই
এলোমেলো ঝড়ে
বিধ্বস্ত হয় গোটা এক পৃথিবী

তোর চোখের বিষাক্ত ছোবলে
আহত অহংকার

আর কত গজল শোনাবি তুই স্রোতস্বিনী?

প্রতিবারের মতই
সদ্যোজাত অবোধ অনুভূতিরা
জাপটে ধরে বুক

আমি কাল সমস্ত রাত
নীলাভ শরীর নিয়ে
বশ্যতা মেনেছি চাইকোভস্কির।

আর কত নির্মম হবি তুই স্রোতস্বিনী?

আজ আবার 
সেই আঁকাবাঁকা হাইওয়ে

আর উইন্ডস্ক্রীনে ধীরে ধীরে
স্পষ্ট হওয়া সবজেটে পাহাড়

যারা বিষ উপড়ে নিয়ে
জন্ম দেয় নতুন ডাফোডিলসের

আর কত শোকের বীজ বুনবি স্রোতস্বিনী?

একটা সূর্যাস্ত - ওপারেতে
লক্ষাধিক সাঁঝকাব‍্য চোখে নিয়ে

ফের আমি আগুনপ্রিয় পতঙ্গ
ফের আকাঙ্খালোক থেকে

তোর ভেসে আসা চন্দ্রস্নাত কন্ঠস্বর-
"তুমি আসবে তো অয়নাংশু?"

আর কত ডাফোডিলস উপহার দিবি...
স্রোতস্বিনী?

____________________